কৃষ্ণচূড়া বিকেলের অন্য এক পৃথিবী

402078

বহুদিন পর আমি প্রিয় আকাশ দেখলাম
ঠিক কতদিন আকাশ দেখিনি মনে নেই,
আকাশ কি একটু বেশি নীল হয়েছে ?

একটু বেশি সুন্দর …
হয়তো আকাশ আগের মতই আছে –
বহুদিন পর আকাশে মেঘ করেছে
সে মেঘে আমার দুচোখ ভিজে গেছে
তবে কি এ দুঃখের প্রকাশ এই অশ্রুজল ;
সবুজ পাতার গাঢ় সবুজাভা মধ্যরাতে শিশির শিহরণ তোলে।

শীত মৌসুমে হলুদ সরিষার দিন প্রায় শেষ
অতিথি পাখিরা উড়ছে
ডানায় সোনালী রোদের গন্ধ মেখে –
খোলা আকাশের নিচে,
এই শীতে আমি যেতে চেয়েছিলাম নীলগিরি কিম্বা বালুদ্বীপ
যাওয়া হলো না।

শীতের শেষ বিকেলে নীল বরফ ঢাকা সমুদ্র দেখতে চেয়েছিলাম
তাও হলো না,
বাড়ির পাশে ছোট্ট এক নদী পার হতে পারলাম না
সমুদ্র তো অনেক দূরের কথা
একান্তই আমার দুরন্ত ইচ্ছে গুলো জমাখরচার ডায়েরিতে জমা থাক :
অন্যকোন এক কনকনে শীতে ঠিক ঠিক যাব –
বহুদূরের পথে যেতে যেতে সর তোলা দুধ চা আর কফির সাথে জমবে বেশ
মাটির ভাঁড়ে খেজুরের রস;
শীতার্ত ভোরের দূর্বাঘাসে শিশির ভেজা পায়ে হারাব অচেনা কোন পথে –
চারদিকে সবুজ প্রকৃতি
কিছুই চিনি না আমি,
তখন কি আমার দূরের আকাশটা কে দুর্বোধ্য মনে হবে ?

আমার চোখে থাকবে এক নতুন পৃথিবী।
রাতে ফোঁটা গোলাপের কোন তুলনা হয় না
আমি অজস্র গোলাপ তুলতে তুলতে বয়ে যাবে বেলা,
কিছু দিন পর গোলাপ গুলো ঝরে যাবে
অকস্মাৎ ছায়াচ্ছন্ন নিবিড় নীড়ে বৃষ্টির শব্দ
এখন আমি মেঘের সাথে বলব কথা
ও মেঘমালা, হঠাৎ বৃষ্টি!

তুমি কি আমার সঙ্গী হয়েছ ?
আমি শোনাব তোমাকে আগামী শীতের গোলাপ পাখি আর সমুদ্রের কথা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
কৃষ্ণচূড়া বিকেলের অন্য এক পৃথিবী, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০২-০২-২০২২ | ১১:২৩ |

    খুব সুন্দর লিখেছেন

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০২-০২-২০২২ | ১৪:৩২ |

    শীতার্ত ভোরের দূর্বাঘাসে শিশির ভেজা পায়ে হারাব অচেনা কোন পথে –
    চারদিকে সবুজ প্রকৃতি
    কিছুই চিনি না আমি,
    তখন কি আমার দূরের আকাশটা কে দুর্বোধ্য মনে হবে ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...