উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো এক আকাশ

index

কতদিন আমি মেঘের দিকে তাকিয়েছি ঠিক নেই
অত দিনক্ষণ কেউ মনে রাখেনা
আমিও রাখিনি,
সেটাই খুব স্বাভাবিক —
আমার শূন্য দৃষ্টিতে কখনোই আকাশ এতটা লাল হয়ে উঠেনি,
তবে কি এটা কষ্টের লাল আকাশ?
ঠিক মিলছে না
কষ্টের প্রতীক নীল হয় জানি !
যেমন কষ্টের নীল বেদনার গোলাপ হয় ;
লাল আকাশ কি অভিমানী হয়ে উঠেছে?
এতো হৃদয়ের রক্তক্ষরণ…..

আজ সেই যে শৈশবের মেঘমুক্ত আকাশ দেখেছি
আকাশের কোথাও এক বিন্দু মেঘ নেই
একফোঁটা নীল নেই:
পুরো আকাশ এখন ধবধবে দুধ সাদা।
হতে পারে আকাশের রং মন্ত্র মুগ্ধ শুভ্র কাশফুল :
নদীর জলে নির্বাক চোখে চেয়ে দেখছে সবুজ প্রকৃতি ;
এমন মায়াবী দৃশ্যে আমার অভিমানী চোখ ভিজে গেছে —
আমার চোখের পাতায় লেগে আছে
কাশফুলের কোমল শুভ্রতায় লেগে থাকা শীতের উষ্ণ মরুর বুকে এক আকাশ নীল ভালবাসা —
সব শরতের কাশফুল নিয়তির অমোঘ নিয়মে সুন্দর সাদা হয়-ই !

তারিখ 12.12.2021

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো এক আকাশ, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-১২-২০২১ | ১৯:১৩ |

    "কাশফুলের কোমল শুভ্রতায় লেগে থাকা শীতের উষ্ণ মরুর বুকে এক আকাশ নীল ভালবাসা — সব শরতের কাশফুল নিয়তির অমোঘ নিয়মে সুন্দর সাদা হয়-ই !" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১২-১২-২০২১ | ২২:৫৬ |

    অসাধারণ অনুভূতির প্রকাশ।

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ১৩-১২-২০২১ | ১০:২৭ |

    বেশ ভাবনাময়

    GD Star Rating
    loading...