আমার নিঃসঙ্গতা

Scre

চারিদিকে এত প্রাচুর্যতার মাঝে বড় নিঃসঙ্গ আমি
যেমন নিঃসঙ্গ, অসংখ্য তারার মাঝে ভোরের সুখতারা;
নিঃসঙ্গ ওই গভীর রাতের আকাশের বিবর্ণ চাঁদ
চাঁদ আর আমি একাকার বিবর্ণ আকাশ এবং পৃথিবীতে…

রাতের পৃথিবীটা ঘুমিয়ে থাকে
অথচ পান্ডুর চাঁদ সারারাত জেগে থাকে আকাশের বুকে,
কেউ দেখে না তার এই নিঃসঙ্গতা
কিন্তু কেন এই নিঃসঙ্গতা ?

আমার এই নিঃসঙ্গতা কি ভোরের শিশির?
অথবা গোধূলি লগ্নে হারিয়ে যাওয়া কোন কান্না?
নাকি পূর্ণিমা চাঁদের মায়াবী কোন স্বপ্ন ?

তুমি কত কাছে আমার ভালবাসা হয়ে আছ আমার ভেতর বাহির জুড়ে
তবু আমি আশ্চর্য এক সমুদ্র জল হয়ে আছি
একা,
আর তুমি সে সমুদ্র আমার বিরহী নিঃশ্বাসে ;
আজ কি খোঁজ আমার দু’ চোখের গভীরে?

ও আমি কতটা একা…
কতখানি নিঃসঙ্গ ?
জানো গোলাপ সুন্দর !

তবু কেন সে গোলাপ ঝরে পড়ে?
আমার ভেতরেও ক্ষয় আছে নৈঃশব্দের ;
হয়ত ভালবাসার মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারিনি বলেই
আমার এই নিঃসঙ্গতা।

আবার এমন ওতো হতে পারে
তোমার কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি বলেই
আমার এই নিঃসঙ্গতা !

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০৫-২০২১ | ৯:১৮ |

    তোমার কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি বলেই
    আমার এই নিঃসঙ্গতা ! … সুন্দর লিখেছেন প্রিয় কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১২-০৫-২০২১ | ১৯:৩০ |

    Excellent writen 

    GD Star Rating
    loading...
  3. জাহাঙ্গীর আলম অপূর্ব : ১৩-০৫-২০২১ | ৮:৪৯ |

    চমৎকার লিখেছেন কবিতা।। 

    শুভকামনা রইল।।।। 

    GD Star Rating
    loading...
  4. ফাইয়াজ ইসলাম ফাহিম : ১৫-০৫-২০২১ | ১১:০৬ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...