নৈঃশব্দ্যের গহীনে

e-it-noo

খুব নির্জন সকালে ঘুম ভেঙ্গে ভেবেছি
তোমাকে ভালবাসব _
শেষ বিকেলের রূপালি পাড়ে নিঃশব্দে নিবিড় অরণ্যে হাঁটতে হাঁটতে ভেবেছি,
তোমাকে ভালবাসব:
কুহেলী রাতের স্বপ্ন ডানায় মাথা রেখে বিশ্বাসী ছায়ায় শুভ্র জ্যোৎস্নায় ভিজতে ভিজতে ভেবেছি,
তোমাকে ভালবাসব _

সারাদিন রাত ভেবে ভেবে কাটিয়েছি সময়
অথচ তোমাকে_ ভালবাসা হয়নি এতটুকু,
বড় আয়োজনে তোমাকে ভালবাসতে চেয়েছি –
দিনের শেষে,
রাতের শুরুতে
নৈঃশব্দ‍্যতার গহীনে ডুবতে ডুবতে,
হলো না …!

একটা গান লিখেছি তোমায় নিয়ে
একটা প্রেমের কবিতা লিখেছি তোমার নামে,
জানি না কি করে –
চিন চিন বিষ ব্যথায় পিষে
দু’ মুঠো কষ্ট বেড়ে গেল
এ বুকে –
বদনাম হয়ে গেলো তোমার জন্য
অথচ তোমাকে ভালবাসতে পারিনি
একতিল –

বুকের ডিভানে গড়ে তুলেছি তিল তিল স্বপ্নে ভালবাসার তাঁতে বোনা
একখানি সবুজ ব- দ্বীপ ;
সে দ্বীপ ছুঁয়ে আছে,
আমার নন্দিত সময়
আমার ভালবাসা..
স্বপ্ন বলো,
পুস্পের ঘ্রাণ বলো সবই আছে
শুধু প্রিয় মুখটা নেই -।

ঘুমহীন কত কত রাতে,
গভীর ব্যথার অনুরাগে হারাতে হারাতে
কত যে ভেবেছি
তোমাকে ভালবাসব,
এই খানে অঘ্রাণের বেলাশেষে
তোমাকে ভালবেসে বেসে
সাজাবো স্বপ্ন কুসুম :
মনের আঙিনায়, ভরা পূর্ণিমায় স্বপ্ন শুসময়
প্রিয় মুখ এঁকে নেব
সন্ধ্যার স্নিগ্ধ আবীর রঙের মেঘে।

নিঃসঙ্গতার পাড়ে একা এই আমি দাঁড়িয়ে
নৈঃশব্দ্যের দেয়াল ভেঙ্গে ভেঙ্গে
আমি তোমাকে ভালবাসব,
তোমাকে ভালবাসতে যত দিন সময় লাগে
আমি অপেক্ষা করবো
তোমাকে শোনাব আমার প্রিয় কথা
ভালবাসি ;
আমার যত গল্প আছে তোমাকে শোনাব
আমার সব স্বপ্নে তোমাকে রাঙাবো
আমার লাল,সবুজ ভালবাসার রঙে তোমায় সাজাবো
কথা দিলাম,
বেলাশেষের পড়ন্ত বেলায় ডুবতে ডুবতে
হলে ও কী ভীষণ তোমায়,
একদিন ঠিক ঠিক ভালবাসব–!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৩-০৩-২০২১ | ২:৪২ |

    ভীষণ মনোগ্রাহী লেখা।

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ০৩-০৩-২০২১ | ৯:১৯ |

    কাব্যপাঠে বেশ মুগ্ধতা ছোঁয়ে গেলো কবি আপু

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৩-০৩-২০২১ | ১৩:৫৯ |

    আপাত ভাবে কবিতাকে বড় গঠনের মনে হলেও … বক্তব্য শেষে দারুণ লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. নিতাই বাবু : ০৫-০৩-২০২১ | ২:২১ |

    অনেকদিন দিদির লেখা পর সুন্দর একটা কবিতা পড়লাম শুভকামনা থাকলো। 

    GD Star Rating
    loading...