কাশফুলে বৃষ্টির ছোঁয়া

Screenyy

প্রকৃতির উষ্ণ ঠোঁটে এখন কাশফুল ঘ্রাণ
সাথে বৃষ্টি ভেজা অনুভূতি,
শ্রাবণ চলে গেছে
বৃষ্টি যায়নি …
এক আকাশ নিয়ে আমি ভীষণ খুশি,
যখন তখন মেঘ হয় আকাশে
মেঘ গলে ঝুম বৃষ্টি …
বৃষ্টির কোন বাঁধা ধরা নিয়ম নেই
ভিন্নভাবে কত রূপে বৃষ্টি হয়।

মনের আকাশে মেঘ জমলে দু’চোখে আমি ও ঝরাই বৃষ্টি…
অবাধ স্রোতের মতো
এ বৃষ্টি খুব অসাধারণ
আগুন বৃষ্টি কষ্ট দহনে …
মেঘ গলে যে বৃষ্টি হয় বলছি না …
সে বৃষ্টি অতি সাধারণ,
মনে হয় সাদা মেঘের ঠোঁট গলে বৃষ্টি ধরেছিল হয়তো…
কাশফুল এসেছে শুভ্রতার আঁচল উড়িয়ে স্বপ্নের শহরে
কাশফুল তোমাকে বলছি, তোমার চেনা শহরে আমি ভালো থাকব,
দুঃখ বিলাসী এই আমি
কষ্ট গুলো গায়ে মাখবো …
বৃষ্টি ভেজা অনুভব বাড়িয়ে দেয় শত বেদনা,
এখন আর বৃষ্টি এলে হাত বাড়াই না ….
মন ভিজিয়ে নিই ষোল আনা;
বৃষ্টি আমার ভীষণ প্রিয় !
বৃষ্টির সাথে এ আমার এক জন্মের সখ‍্যতা।

এক বৃষ্টিই পারে এক পৃথিবী সৌন্দর্য হতে
অপার্থিব পৃথিবীর সাদা ঠোঁটে বৃষ্টির ঢল নেমেছে,
এমন মুগ্ধ করা দৃশ্য আর কোথায় পাব ?
নৈঃশব্দ্য রাতে কাশফুলে বৃষ্টির কোলাহল —
গাঙচিলের খয়েরি ডানা খসে বৃষ্টির টুপটাপ শব্দ আছড়ে পড়ছে উত্তাল সমুদ্র বুকে,
এ এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যের দৃশ্য
শব্দহীন চেনা সুর ..!

রৌদ্র শুকোয় বৃষ্টির আঁচলে
আমার চোখে অন‍্য আকাশ ইচ্ছে ঘুড়ির নাটাই হাতে স্বপ্ন বোনে
অনুভবের ছড়া ছড়া কাশফুলের বৃষ্টির ঘ্রাণে …..!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ২৪-০১-২০২১ | ১৪:২১ |

    বেশ অনুভূতির প্রকাশ কবি আপু

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৪-০১-২০২১ | ১৪:২৭ |

    যেন … গাঙচিলের খয়েরি ডানা খসে বৃষ্টির টুপটাপ শব্দ আছড়ে পড়ছে উত্তাল সমুদ্র বুকে, এ এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যের দৃশ্য
    শব্দহীন চেনা সুর ..! ___ চমৎকার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৪-০১-২০২১ | ১৪:৪০ |

    অনিন্দ্য সুন্দর রচনাশৈলী। 

    GD Star Rating
    loading...