বুকের গাঢ় ভাঁজে লুকিয়ে আছে নীল
সে নীল ছড়িয়ে গেছে এক আকাশে,
প্রকৃতির সবুজাভায় এক আকাশ রৌদ্র ছুঁয়ে আছে
পুড়ে যাওয়ার ভয়ে আলগা হয়েছে মুঠো ভরা স্বপ্ন:
নক্ষত্র দুপুর চোখ মেলেছে
স্তব্ধতার নির্জনতায় ঘুমিয়ে আছে গভীর রাত
বৃক্ষের ফুল পাতায় ভরে গেছে জ্যোৎস্না ;
সমুদ্র’র চোখে বৃষ্টির কান্নার শুভ্র জল
জলের স্রোতে কুয়াশার ঢেউ আছড়ে পড়ছে।
এক আকাশ নীল সমুদ্র জলে ঢেউ ভাঙছে —
এ এক অন্যরকম নীল কারুকাজের আকাশ সমুদ্র জলে ;
দিনের ক্লান্তি গুলো স্রোতে ভেসে গেছে
আজ আকাশ আংশিক মেঘলা
সবুজ ঘাস
সবুজ ঘাস নীলাভতা ছুঁয়েছে,
আকাশের কোন ব্যস্ততা নেই
না মেঘের কাছে
না বৃষ্টির কাছে
ধোঁয়া ধোঁয়া কুয়াশাচ্ছন্ন রাতের নীল আকাশ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দিনের ক্লান্তি গুলো স্রোতে ভেসে গেছে
আজ আকাশ আংশিক মেঘলা
সবুজ ঘাস …।
loading...
অনন্য সৃজনশীল লিখনী,
শুভকামনা অফুরন্ত প্রিয় ।
loading...
বেশ ভাবনাময় কবি আপু
loading...
সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন।
loading...