রোদ মুছে গেলে

index

এই রোদ মুছে গেলে দিনের মৃত্যু হবে নিশ্চিত
এটাই স্বাভাবিক ছিল,
প্রতিদিন সূর্যের চোখ গলে আকাশ থেকে নেমে আসে রোদ
এ রোদের ও মৃত্যু হয়:
আমি চাই না, চাই না কষ্ট পেতে
এই রোদ থাক,
দিন থাক সারাবেলা জুড়ে;
একমুঠো রোদ আমার হাত ছুঁয়ে হারিয়ে যায়
নিদ্রাহীন রাত্রি শিষ কেটে চলে যায়!
বাইরে লুট হচ্ছে ঝকঝকে সাদা, কমলা, সোনালী রোদ্দুর
ক্ষেত্র বিশেষে রোদ্দুর ও রং বদলায়
এটাই প্রকৃতির নিয়ম,
ইচ্ছে ঝিনুকে লুকিয়ে আছে একশো সমুদ্র:
নগ্ন বিকেল স্বপ্ন ভেঙে দু’চোখ মেলেছে
বেদনার বিবর্ণ রৌদ্দুরে পুড়েছে কালসিটে সন্ধ্যা;
মসৃণ পথ আগলে তবু দিন থাক
কালো রাজপথ ঢেকে যাক শোকার্ত শতাব্দীর বিষণ্ন রাতের আকাশের মত কবিতার শব্দাবলীতে!

একদিন সোনালী সকাল কারাগার থেকে মুক্তি পেয়ে শিউরে উঠেছিল,
পৃথিবী তখন শীতের কুয়াশামাখা বিকেলে নিদ্রা দেবীর কোলে অচেতন ছিল
আর দিনের বুকে ক্ষত শুকোবার রৌদ্দুর তখন লুট হচ্ছিল;
কেউ কোন কথা বলেনি সেদিন
মেঘাচ্ছন্ন আকাশ যেন মুখোশ পরে ছিল
প্রকাশ‍্যে দিন দুপুরে রোদ লুট হয়েছে কত:
সেই দিন মধ‍্য দুপূরে ক্ষতচিহ্ন বুকে নিয়ে কড়া রোদ্দুর একা একা ঘরে ফেরে,
রোদের রঙ অবিকল উজ্জ্বল নক্ষত্র’র মত কাঁচা হলুদ হয়েছে
আকাশ ক্ষয়ে গেছে ঠিকই;
দিনের কোথাও কোথাও আবার সূর্য উঠে
প্রতিদিন কাঁচা সোনা রঙ রোদ বুকে নিয়ে তবু পৃথিবী বাঁচে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-১০-২০২০ | ১৩:০৬ |

    আকাশ ক্ষয়ে গেছে ঠিকই;
    দিনের কোথাও কোথাও আবার সূর্য উঠে
    প্রতিদিন কাঁচা সোনা রঙ রোদ বুকে নিয়ে তবু পৃথিবী বাঁচে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ইকরামুল শামীম : ২১-১০-২০২০ | ১৩:৪৯ |

    বেশ দারুন

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ২১-১০-২০২০ | ১৪:৩৭ |

    রোদ মুছে গেলে অন্ধকার সত্যই তাই কবি আপু

    GD Star Rating
    loading...
  4. ফয়জুল মহী : ২১-১০-২০২০ | ১৫:৩২ |

    অপূর্ব  লিখনী মুগ্ধ হলাম।

    GD Star Rating
    loading...