শুকতারা

যতবার দেখিয়াছি
বারংবার বিষ্ময়ে আবির্ভূত হয়েছি;
শুন্য বুকে হাপরের শব্দ কেবলি তাহারি আগমনে।

তুমি ভাল আছ প্রেয়সী?
সেই কৃষ্ণপক্ষের সময় তোমায় শেষবার দেখেছিলাম,
তারপর দিবারাত্রি এক করিয়া কত খোঁজেছিলাম
পায় নে তোমার দেখা।

ভুলিয়াছি শরতের শিউলে,
হাসনাহেনাদের গন্ধ
কিংবা শালিকের ডাক
কিন্তু তোমায়…

কত দেখেছি নব বধুদের
লাজুক চাহনি, চোখের কোণে সুখের জল,
হাতে কাচের লাল চুড়ি, বেণিতে লাল ফিতে।
তাহাদের কেউ নও তুমি।

দেখেছি বিমর্ষ মুখে বিধবারে,
বিবর্ণ বস্ত্রে প্রতিক্ষায় থাকা
নিস্তব্ধে ঘরে ফেরা হাঁসেরা,
শুন্য বুকে ব্যথার মেল।ক@

দেখেছি নব্য প্রসুতি মায়েদের,
রাত্রির আঁধারে বুকে জড়ানো ভালবাসা,
অসুখে বিনিদ্রা যাপন,
নিজেকে উপোস রাখা শালিক
তুমি কি ছিলে তাহাতে?

পঁয়ত্রিশের নারীদের আমি দেখেছি
স্বামীর গৃহ প্রস্থান
বধুর বুকে চাপা কষ্ট ;
নির্লজ্জ উৎকন্ঠা।
খুজেছি তাহাতেও।

বৃদ্ধাদের আমি দেখেছি
যৌবনের রূপ হারিয়ে আজ একেলা
হয়তো সে আজ অতীতে  খুজে বিভোর ।
স্পর্শ,প্রেম,লজ্জা,প্রতিক্ষা হয়তো সবই এখন মূল্যহীন
যাহা ছিল একসময়ের গৌড়।
তুমি ছিলে না তাহাতে।

তুমি হয়তো নেই কোথাও
হয়তো হারিয়েছ শিশিরকণায়,
না হয় বদলেছ রঙ ঋতুর মতন।
হয়তো গড়েছিলে নতুন সংসার,
পেয়েছিলে আপনজন।
কিন্তু আমি কি পেয়েছিলাম তোমায়!

আজ শতাব্দী পেড়িয়ে গেছে
তোমার কথা হয়তো থাকবে আমার চিঠির ভাজে।
আমার প্রতিটি কবিতার উৎসর্গ কেবলি তোমার তরে।
কেননা তুমিই ছিলে
আমার অপ্রাপ্ত বয়সের প্রথম প্রেম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-১০-২০১৮ | ১৮:০৮ |

    অসম্ভব সুন্দর একটি কবিতা উপহার মি. করলিয়ন। শুদ্ধ সব শাব্দিক মিশ্রণ আপনার লিখায় স্বকীয় মাত্রা যোগ করেছে। বেশ। শব্দনীড় এ আপনাকে স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২০-১০-২০১৮ | ২০:০০ |

      আপনাকে অনেক ধন্যবাদ আমার কবিতাটা পড়ার জন্যে।

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২০-১০-২০১৮ | ১৮:২৪ |

    যতবার দেখিয়াছি
    বারংবার বিষ্ময়ে আবির্ভূত হয়েছি;
    শুন্য বুকে হাপরের শব্দ কেবলি তাহারি আগমনে।

    শুরু এবং শেষ দুটোই সুন্দর। লিখায় কি সাধু এবং চলিত দুটোর মিশ্রণ রয়েছে কি ?

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২০-১০-২০১৮ | ১৯:৫৮ |

      অবশ্যই।তবে কবিতার অলংকার রক্ষার্থে আমি সাধু ব্যবহার করেছি।কিন্তু এমন সাধু শব্দ ব্যবহার করি নি যেটা সাধারণের বোধগম্য নয়।   

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ২০-১০-২০১৮ | ২১:০৫ |

    দারুণ দাদা ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif শব্দনীড়ে আপনাকে সাদর সম্ভাষণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • করলিয়ন : ২০-১০-২০১৮ | ২২:৫৫ |

      আমি বিমোহিত হলাম।ধন্যবাদ আপনাকে। 

      GD Star Rating
      loading...