ভালবাসি (দুঃস্বপ্ন) [ধারাবাহিক কবিতা-৩, শেষ পর্ব]

আমি তুমি সে-
জীবনটা কত রঙ্গীন যে।
হা হা হা হা—–
একটু লজ্জা পেলাম মনে হয়।

এক গ্লাস পানি মুখে ঢেলে দিয়ে
কোমল সুখের স্বপ্নটা ভাসিয়ে দিল মা।

আমি আমার প্রিয়াকে খুঁজে পাইনি
পৃথিবীতে।
স্বপ্নের মাঝে তাকে পেয়ে শিখরিত ছিলাম আমি।
আনন্দের শিহরণ আমার-
শরীরের প্রতিটি দানায় ছড়িয়ে পড়েছিল
কত সুন্দর- কত রঙ্গীন ছিল সেই স্বপ্ন।

তিতাসের পাড়ে ঘাসে শুয়ে আছি ভাবনা শূন্য হয়ে
সত্যি সত্যি তাকে না পাওয়ার বেদনাকে বুকে জড়িয়ে।

মাথার পিছন থেকে ভেসে এল একটা মেয়ে কণ্ঠ-
“এই যে শুনছেন? ঐ পাড়ে যাওয়ার নৌকা কোথায় পাব, একটু বলবেন?”
ঘুরে দাঁড়াতেই-
আমি রীতিমত অবাক।
এ তো সেই মেয়ে-
যাকে নিয়ে সারা রাত আমি স্বপ্নে বিভোর ছিলাম!
কিন্তু-
স্বপ্নে তো সে একান্ত আমার ছিল
তিতাসের বাঁকা স্রোতের মত
ঠোঁট বাঁকিয়ে- কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল-
” প্রতিজ্ঞা কর; আর হারাবেনা।”

আমি ঠায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকি
তাকিয়ে তাকিয়ে তার চোখে আমার-
কষ্টের প্রতিটা অধ্যায় পড়ার চেষ্টা করি।
তার দিকে চেয়ে থেকে হঠাৎ একটা কথা বলতে ইচ্ছে হয়-
” মনে মন লাগিয়ে ঘষা দিলে ভালবাসা হয়।
দেহ এর সাথে দেহ ঘষা খেলে-
জাগে অনুভূতি; জাগে নতুন প্রাণ।

আর যদি মনের সাথে প্রাণের সংঘর্ষ হয়-
আগুন ধরে যায় জীবনের বনভূমিতে।”

এই কথা বলতে ইচ্ছে করছিল
তার পাশে দাড়িঁয়ে থাকা ধূর্ত শেয়ালটাকে দেখে।
কেমন করে এই রকম খোলা জায়গাতেও-
বলিষ্ঠ বাহুতে বন্দী করে রেখেছে আমার দুধ সাদা প্রিয়াকে।

কী সুন্দরতম ঘৃণ্য দৃশ্য।

আমার কষ্টগুলো কেউ কি দেখেনা!
কেউ কি বুঝেও না কিছু!

বাতাসের সাথে-
তিতাসের জলের ঢেউ এর ডগায় করে
আমার কষ্টগুলো আবার-
আমারই বুকে আছড়ে পড়ে।
চাপ খায় বেঁচে থাকার ইচ্ছাতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৮-২০১৯ | ১৩:২৪ |

    দুঃস্বপ্ন ভালোবাসা ধারাবহিকের তৃতীয় পর্ব পড়লাম আজ। ধন্যবাদ মি. ফেনা।

    GD Star Rating
    loading...
    • ফেনা : ০২-০৮-২০১৯ | ১৩:২৬ |

      এই সিরিজটি তিন পর্বেরই। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় মুরুব্বী।

      ভাল থাকবেন সতত।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ০২-০৮-২০১৯ | ১৩:৪১ |

        আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।

        GD Star Rating
        loading...
  2. সুমন আহমেদ : ০২-০৮-২০১৯ | ১৪:৫৬ |

    গল্প কবিতার জন্য শব্দনীড় এর বদনাম ইতিমধ্যে রটে গেছে কবি ভাই। গতানুগতিকের বাইরে এমন কিছু উপহার দিন যাতে করে শব্দনীড় স্বতন্ত্রতা সমুন্নত থাকে। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
    • ফেনা : ০২-০৮-২০১৯ | ১৫:৫৭ |

      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। 

      তবে ভাই একটু বিস্তারি বুঝিয়ে বললে আমার জন্য সহজ হত।

      ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
    • সুমন আহমেদ : ০৩-০৮-২০১৯ | ১৯:৪২ |

      সাহিত্যের শুদ্ধ চর্চা হোক ফেনা ভাই। শব্দনীড়ে পোস্ট কম হোক কোয়ালিটি থাক।

      GD Star Rating
      loading...
  3. নিতাই বাবু : ০২-০৮-২০১৯ | ১৯:১৯ |

    আগের দুই পর্ব মিস হয়ে গেল। শেষ পর্বে এসে আগের পর্বের জন্য অবশ্যই আফসোস হচ্ছে। তবে সময় করে একসময় পড়ে নিবো। লেখককে ধন্যবাদ।        

    GD Star Rating
    loading...
    • ফেনা : ০২-০৮-২০১৯ | ১৯:২৪ |

      আপনাকে অনেক ধন্যবাদ।

      ভাল থাকবেন সবসময়।

      GD Star Rating
      loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০৩-০৮-২০১৯ | ২১:০৩ |

    সফল সমাপ্তির অভিনন্দন ফেনা ভাই। ভালোবাসা চিরঞ্জীবি হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • ফেনা : ০৩-০৮-২০১৯ | ২২:৫৫ |

      অনেক ধন্যবাদ প্রিয়।

      GD Star Rating
      loading...