সবুজে সমবৃদ্ধি
কোলাহলে অনাবৃতি,
জাগ্রত মহল
কাগজই সম্বল!
রূপের দুনিয়ায়
মগজে পোকা,
বাস্তব চিত্তে
আগ্নেয়াস্ত্রর খেলা!
মানবিক দৃশ
জগতের উৎস,
সমাদৃত অরণ্যে
কলঙ্কের মূলমন্ত্র!
ভালো কাজে
রোইয়াছে চোখ,
মন্দ কাজে
নাই গো কোনো সুখ!
স্বর্গের লোভ
দুনিয়ার ভোগ,
মানব রূপে
রোইয়াছে চোখ!
চারকোনে দিক
সত্যের কনিশ,
নিত্যনতুন ন্যায়
তৈরী হয় ব্যয়!
ভোগের তারণায়
সৃষ্ট লোভ,
অন্ন হারায়
তীক্ষ্ণ রোগ!
মুক্ত মঞ্চে
নেই মুক্তি,
তস্করী তো আজ
খোলা প্রবৃদ্ধি!
আত্মত্যাগ এ
মৃত আত্মা,
প্রতিনিয়ত করছে
তারা আত্মহত্যা!
নীতিতে দোষ
মুখে রস,
সমাজতন্ত্র তো
কল্পনাতেই জোস!
উষ্ণ হওয়ায়
সজীব জীবন,
দোষ করা তো
কলবের কারণ!
অবক্ষয়তা
দুর্ভোগের ঊর্ধে,
অনুধাবন তো
সৃষ্টির পক্ষে!
কল্পে শক্তি
উন্মাদ এ ভক্তি,
তিরস্কার তো
মানবের মূলনীতি!
অর্থ সিক্তই
নীরব উৎস,
পিপীলিকা বলে
মানব সবচেয়ে নৃশংস!
শক্তিতে ভক্তিতে
মানবতা আজ যাচ্ছে কিসে,
লুণ্ঠন করে যাচ্ছে তারা
সবকিছু নিঃশেষ করে!
যাত্রায় বিরতি
মাঝপথে হয়রানি,
দিন শেষ দেখা যায়
ওইসব রাজতন্ত্রের মূলনীতি!
loading...
loading...
সুন্দর, চমৎকার প্রকাশ
loading...
ধন্যবাদ ফয়জুল মহী
loading...
সুন্দর।
loading...
ধন্যবাদ মুরুব্বী
loading...