মানুষের কথা

আমাদের মতো দেখতে,
ঠিক আমাদের মতোই চলতে পারে-
মিথ্যার ছায়াতলে আশ্রিত,
তারা কি মানুষ?

নিরূপায় হয়ে দু’কদম চলতে,
মনের কথা বলতে-
যারা সঙ্গ দেয় না একাকীতে,
তারাও বুঝি মানুষ!

কবিতার খাতা গুলো ছিঁড়ে ফেলে,
বিদ্রুপের হাসি হেসে বলা-
এইসব কি লেখেছো ছাই!
তারাতো মানুষ!

জাগতিক মোহে হাত বাড়িয়েছি,
অন্য দিকে তাকানোর বাহানায়-
অবহেলা করতে পারা,
এরা মানুষ!

এক টুকরো ছোট কাগজের বুকে,
ভালোবাসি লেখেছি সরল মনে,
তাচ্ছিল্যের সুরে ভালোবাসো এই কথাটি বলতে পারা,
আমাদের মতো তারা মানুষ।

গল্পের আয়োজনে শব্দ খুঁজতে গেলাম,
কথা গুলো আমাদের না বলে-
পত্রপাঠ তাড়িয়ে দেওয়া,
স্বভাবেরও হয় বুঝি মানুষ।

আমাদের মতোই অভাগাদের নাম জানো,
মানুষ!
বাকিরা মানুষ নয়তো-
সমাজের বড় বাবু কিংবা সমাজপতি।

মানুষ পাবো কোথায়?
কোথায় গেলে এক বাঁধনে বাঁধবো,
মানুষের বিজয় মালা-
যতনে ছায়ার মতো থাকবো সদা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
মানুষের কথা, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৭-২০২২ | ৭:২৭ |

    বরাবরের মতো সুন্দর কবিতা উপহার দিয়েছেন। প্রত্যাশা থাকবে নিজের পোস্টে মন্তব্যের উত্তরের পাশাপাশি আপনার সহ-ব্লগারের পোস্টেও আপনার উৎসাহ থাকবে। শুভ সকাল এবং ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৭-০৭-২০২২ | ১০:৪৯ |

    মানুষের মন বড় রহস্যময় কবি দা ভাল থাকবেন–

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৮-০৭-২০২২ | ৮:৫০ |

    দারুণ লিখেছেন কবি। খুব ভালো লাগলো

    GD Star Rating
    loading...