কবি ও কবিতা

images

সাদা কাগজের জমিনে শব্দের চাষাবাদ,
নানা উপমা, গল্পের আয়োজনে-
কবিতা!
বিরহ, বিরস চিন্তন, অদৃশ্য প্রেমালাপ,
কপোত-কপোতীর রূপিত দেহাঙ্গ-
তুমি, আমি হতে আমরা বন্দনা!

কবিতা!
শতেক দিস্তা কাগজের পাণ্ডুলিপি,
সহস্র শব্দের সমাবেশে-
হাজারটা অলিখিত গল্পের আয়োজনে-
কবিতা!
মানবিক মানুষের কথা,
নতুন ভোরের স্বপ্ন দেখা এক ঝাঁক কবির কথা-

কবিতা!
হাজারটা কথার আয়োজনে আমরা-
হুম,
আমরা অদৃশ্যতার দৃশ্যায়ন করি-
যা, রূপায়িত কবিতা।
কথা লিখি মনের কথা।

আর,
কবি,
নতুন স্বপ্ন বুনার আয়োজনে-
কবিতার বাজারে,
ছোট কাগজের বুকে কথা লিখে-
কোনো এক সাময়িকীতে ছাপানোর স্বপ্ন দেখে,
শত দরবার ঘুরে,
জৌলুসহীন কোনো সাময়িকীর শেষ পৃষ্ঠায়-
ছাপা হয় অমূল্য কথা!

না,
বিজয়োৎসব হয় না, কথা গুলো বোবা-
অর্ধমৃত অবস্থায় হারিয়ে যায়,
বহুদূরে!
মাথা উঁচিয়ে বলা হয়না মশায়,
এই দেখুন আমার কবিতা-
বড় বড় অক্ষরে লেখা আমি কবি!!

দেখানো হয়ে উঠেনা,
কবিতা!
আর কবি,
আবারো স্বপ্ন বুনে নতুন দিনের,
নতুন কথা বলার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-০৪-২০২২ | ১৭:৪৫ |

    কবিতা! আর কবি,
    আবারো স্বপ্ন বুনে নতুন দিনের, নতুন কথা বলার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২০-০৪-২০২২ | ২২:২৮ |

    অনিন্দ্য সুন্দর উপস্থাপনা।

    GD Star Rating
    loading...