সাদা কাগজের জমিনে শব্দের চাষাবাদ,
নানা উপমা, গল্পের আয়োজনে-
কবিতা!
বিরহ, বিরস চিন্তন, অদৃশ্য প্রেমালাপ,
কপোত-কপোতীর রূপিত দেহাঙ্গ-
তুমি, আমি হতে আমরা বন্দনা!
কবিতা!
শতেক দিস্তা কাগজের পাণ্ডুলিপি,
সহস্র শব্দের সমাবেশে-
হাজারটা অলিখিত গল্পের আয়োজনে-
কবিতা!
মানবিক মানুষের কথা,
নতুন ভোরের স্বপ্ন দেখা এক ঝাঁক কবির কথা-
কবিতা!
হাজারটা কথার আয়োজনে আমরা-
হুম,
আমরা অদৃশ্যতার দৃশ্যায়ন করি-
যা, রূপায়িত কবিতা।
কথা লিখি মনের কথা।
আর,
কবি,
নতুন স্বপ্ন বুনার আয়োজনে-
কবিতার বাজারে,
ছোট কাগজের বুকে কথা লিখে-
কোনো এক সাময়িকীতে ছাপানোর স্বপ্ন দেখে,
শত দরবার ঘুরে,
জৌলুসহীন কোনো সাময়িকীর শেষ পৃষ্ঠায়-
ছাপা হয় অমূল্য কথা!
না,
বিজয়োৎসব হয় না, কথা গুলো বোবা-
অর্ধমৃত অবস্থায় হারিয়ে যায়,
বহুদূরে!
মাথা উঁচিয়ে বলা হয়না মশায়,
এই দেখুন আমার কবিতা-
বড় বড় অক্ষরে লেখা আমি কবি!!
দেখানো হয়ে উঠেনা,
কবিতা!
আর কবি,
আবারো স্বপ্ন বুনে নতুন দিনের,
নতুন কথা বলার।
loading...
loading...
কবিতা! আর কবি,
আবারো স্বপ্ন বুনে নতুন দিনের, নতুন কথা বলার।
loading...
অসংখ্য ধন্যবাদ।
loading...
অনিন্দ্য সুন্দর উপস্থাপনা।
loading...
ধন্যবাদ ভাই।
loading...