টুকটাক রমযান ... শেষ পর্ব

প্রথমেই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তাঁর অনুগ্রহে এক মাসের সিয়ামের শেষে ঈদ উদযাপনের সুযোগ দিয়েছেন। করুণাময় আল্লাহ তাঁর করুণাতে জগৎবাসীকে সিক্ত করেছেন। সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছেন। তাঁর দয়ায় আমরা পরিশুদ্ধতা লাভে সক্ষম হয়েছি। যাবতীয় এবাদত তাঁর উদ্দেশ্যে। আল্লাহ আমাদের এবাদত কবুল করুন। আমিন।

এবারের রোজা খুবই আনন্দে কেটেছে। সিয়ামের প্রচেষ্টাকে আল্লাহ অত্যন্ত সহজ করে দিয়েছেন। ক্ষুধা, তৃষ্ণা তেমনভাবে অনুভূত হয়নি। দিনগুলি মৃদু ছিল। নাতিশীতোষ্ণ আবহাওয়া। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কাজের পরিবেশ। পুরো একমাসই কাজে কেটেছে কিন্তু কাজের চাপ কোন ভাবেই অনুভূত হয়নি। সহকর্মী যারা ছিল খুবই আন্তরিক ছিল, মানবিক প্রাণে আমাদের প্রতি সহমর্মিতা দেখিয়েছে।

আমি যে শিফটে কাজ করি; আমাদের ম্যানেজার, শিফট ম্যানেজার, সেকশন ম্যানেজার, সুপারভাইজার, লাইন ম্যানেজার, টিম লিডার প্রত্যেকে আমাদের দিকে বাড়তি নজর দিয়েছে। রোযা পালনে কোনভাবে যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সচেষ্ট থেকেছে। বারবার আমাদের সুবিধা, অসুবিধার খবর নিয়েছে। পর্যাপ্ত বিরতি নিতে আমাদের কোন অসুবিধা হয়নি।

এই প্রথম রমযান মাসে বিধর্মীদের সাথে কাজ করেছি কিন্তু মনে হয়নি আমি কোন বিজাতীয় পরিবেশে কাজ করছি। মনে হয়েছে সম ধর্মের, সম প্রাণের মানুষ একে অন্যের প্রতি সহানুভূতিশীল। যদিও আমি মুসলমান ধর্মাবলম্বী; তবে অন্যান্য ধর্মের মানবিক আচরণ আমার মন ছুঁয়ে গেছে। মনে হয়েছে আমরা প্রত্যেকে এক মানব ধর্মের অন্তর্ভুক্ত। আমরা ধর্মে, গোত্রে বিভক্ত হলেও মানবতার প্রশ্নে আমরা এক। মহামানবের সাগর তীরে আর্য, অনার্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই এক। এক স্রষ্টার সৃষ্টি। মানবতা আমাদের একমাত্র ধর্ম।

আজ ঈদ। এমন আনন্দের ঈদ দীর্ঘদিন উদযাপন করিনি। আজ সত্যিই মনের ভিতরে আনন্দের উদগীরণ হচ্ছে। সত্যিই মনে হচ্ছে মানব জন্ম খুব আনন্দের।

আমি আমার ঈদানন্দ প্রত্যেক সহকর্মী, প্রত্যেক ম্যানেজমেন্ট সদস্যদের সাথে ভাগ করে নিচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ একমাস তাঁরা যেভাবে মানবিক হাত, মানবিক হৃদয়ের পরিচয় দেখিয়েছে আমার মনে তা দীর্ঘস্থায়ী ছাপ রাখবে। তাঁদের এই আচরণ মানুষকে নতুন করে চেনার সুযোগ দিয়েছে।

জগতের আলো-অন্ধকারে আমরা প্রত্যেকে ভুল করি, ভুল ভাবি। ভালোভাবেই কোন কিছু জানার পূর্বেই সিদ্ধান্ত নিয়ে নেই। এবারের রোজা আমাকে কিছু মাত্রায় হলেও মানবিক পুনঃপাঠের সুযোগ দিয়েছে, এই পাঠ পরবর্তী জীবনে অনেক কিছু ভাবতে সাহায্য করবে বলে আশাবাদী।

আমি আজকের ঈদে প্রত্যেকের প্রতি মানবিকতা দেখানোর আহ্বান জানাচ্ছি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক স্রষ্টার সৃষ্টি। আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই। ধর্মবিশ্বাসে ভিন্নতা থাকলেও মানবিকতায় আমরা এক সারিতে থাকি। রক্তের রঙে যেখানে ভিন্নতা থাকে না মানবিকতার রঙেও আমরা কোন ভিন্নতা রাখবো না। ঈদ মোবারক।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
টুকটাক রমযান ... শেষ পর্ব, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৪-২০২৩ | ২৩:২৭ |

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ২২-০৪-২০২৩ | ০:৪৭ |

    আপনাকে-সহ শব্দনীড় ব্লগের সালকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। 

    GD Star Rating
    loading...