আমাকে ইন্দ্র মোহন রাজবংশী
করে যদি পাঠাতে
অন্তত একদিনের জন্য
সম্মানের পুনরুজ্জীবন পেতাম।
এই যে মরে গিয়ে চিহ্ন হীন এক কবরে
শুয়ে আছি। এই যে কবরের ফাঁক গলে
শেয়াল প্রতিদিন হিসু করে।
বলো খোদা এটা কি ন্যায় বিচার!
জীবিত আমি তুচ্ছ ছিলাম
অনেকের জুতোর শুকতলা
জিহ্বা দিয়ে চেটেছি।
তারা কুকুরের মতো দূর দূর করে
তাড়িয়ে দিয়েছে।
রাস্তার ট্রাক দানব যখন থেতলে দিল;
আঞ্জুমানে মফিদুল
দয়াপরবশ সাদা কাপড়ে পেঁচিয়ে
নিয়ে এলো এই রুগ্ন কবরে।
আঞ্জুমানের কাছে কৃতজ্ঞ
শেষ মুহূর্তে এক টুকরো
কাপড় অঙ্গে দিয়েছে।
তবুও মনে খেদ; রাজবংশী
মরেও মরেনি, আর আমি
জীবিত থাকতে ছিলাম মৃতের মত
মরে; রুগ্ন কবরে প্রতিদিন
শেয়ালের হিসুতে জর্জরিত হই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
মৃতের বিবৃতি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মনে খেদ; রাজবংশী
মরেও মরেনি, আর আমি
জীবিত থাকতে ছিলাম মৃতের মত …
loading...
❝আঞ্জুমানের কাছে কৃতজ্ঞ
শেষ মুহূর্তে এক টুকরো
কাপড় অঙ্গে দিয়েছে।❞
আহা কী করুণ অবস্থা!
loading...