টুকটাক রমযান ৩

রমযানের সাড়ে পনেরো দিন অতিবাহিত হয়েছে। বাকী আছে চৌদ্দ দিনের মত। এবারের রমযান চোখের পলকে চলে যাচ্ছে। রমযান না বছরই চোখের পলকে চলে যাচ্ছে। ভাবা যায় চারদিন আগে মাত্র নতুন বছরের ফানুস উড়ালাম, এর মধ্যে তিনমাস পাঁচ দিন চলে গেছে। সময় কত দ্রুত যায় বুঝা যায় না। কেন যেন মনে হচ্ছে গত কয়েক বছর ধরে পৃথিবীর আহ্নিকগতি বেড়ে গেছে। এই কারণে পৃথিবীর ঘূর্ণনের সাথে সময়কে দৌড়াতে হচ্ছে, তাই মানুষ সময়কে ধরতে পারছে না।

এ পর্যন্ত রমযান ভাল কেটেছে। নির্ঝঞ্ঝাট। বিলেতের আবহাওয়া এখনো গরমমুখী হয়নি। যদিও মার্চের শেষ রবিবার থেকে গরমের মৌসুম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে তবু এখনো পর্যন্ত গরম মহাশয় দেখা দেননি। ঠাণ্ডা চাচা এখনো বহাল তবিয়তে আছেন। রমাযানের শেষ পর্যন্ত যদি তিনি বিরাজ করেন তাহলে উত্তপ্ততার দোয়াই দিয়ে রমযানকে হালকা করতে হবে না। গরমের রমযানে খিদের কষ্ট না হলেও পানির কষ্ট কিছুটা অনুভূত হয়। ঠাণ্ডার দাপটের কারণে এবার জলের তেষ্টা পাচ্ছে না।

এবারের রমযানের অধিকাংশ সময় কাজে ব্যয়িত হচ্ছে। অর্থাৎ ব্যস্ততায় যাচ্ছে তাই ইফতারের অপেক্ষায় কাতর হতে হচ্ছে না। আমার কাজের জায়গায় বিরতির সময় হচ্ছে সাড়ে ছ’টা, কিন্তু কতৃপক্ষ মুসলমান কর্মচারীদের জন্য ইফতারের সময় বিরতি নেয়ার সুযোগ দিয়েছে। সাড়ে সাত পোনে আটে ইফতার। আমার বেশ ভাল লাগছে। বিভিন্ন দেশের মুসলমান ভাই বোন একসাথে ইফতার করছি। বিচিত্র খাবার একে অন্যের সাথে শেয়ার করছি, বেশ একটা উৎসবের আমেজ।

ভ্রাতৃত্ববোধ শুধু বইয়ের অক্ষরে সীমাবদ্ধ নয়, বাস্তবেও দেয়া যায় এর প্রমাণ আজকের ইফতার। সোমালিয়ার এক ভাই ইফতার নিয়ে আসেনি, ঠিক কী কারণে জানিনা। সে ভেবেছিল ভেণ্ডিং মেশিন থেকে কিছু একটা কিনে ইফতার সেরে ফেলবে কিন্তু ভেণ্ডিং মেশিন কাজ করছে না। সে পানি পান করে যেই ঘুরে দাঁড়িয়েছে ওমনি দেখা গেল ক্যান্টিনের সবাই (অন্তত বিশ জন) খাবার হাতে নিয়ে তার সামনে হাজির।

তার সামনে যে খাবার জড়ো হল অন্তত পক্ষে পাঁচজন খেয়েও শেষ করতে পারবে না। সে একা বসে খেতে চেয়েছিল কিন্তু সবাই তাকে ঘিরে বসল, হাসি আনন্দের মধ্য দিয়ে ইফতার খাওয়া হল।

সে সবাইকে ধন্যবাদ জানাতে চেয়েছিল কিন্তু অন্য এক সোমালিয়ান ভাই বলল, আমাদের নয় তোমাকে ধন্যবাদ তোমার কারণে আমাদের খাতায়ও কিছু পুণ্য জমা হল। রমাযানে ছোটখাটো সৎকর্ম পুণ্যের খাতায় অনেক বড় হয়ে জমা হয় হয়। হাদিসে উল্লেখ আছে। আল্লাহ আমাদের সবাইকে রমযানের পরিপূর্ণ ফযিলত নসীব করুন। আমিন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
টুকটাক রমযান ৩, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৬-০৪-২০২৩ | ১১:১০ |

    আল্লাহ আমাদের সবাইকে রমযানের পরিপূর্ণ ফযিলত নসীব করুন। আমিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...