অন্ধকারে তোমার হাসির
বিদ্যুতে আর স্বর্ণলতার
ঢেউ- খেলানো আলিঙ্গনে
ঝলসে উঠে মধ্যরাতের
হাস্নাহেনার মদির গন্ধ।
একটি স্থবির প্রহর- রন্ধ্রে
পাঁপড়ি- মেলা অনুভবে।
কোন অন্তহীন নীলিমার জগতে
বিচরণ করো মূহুর্তের পলকে
লাল নয়, কালো নয়
শুধু শূন্য ও সাদায়।
পৃথিবীর পাথারে করি স্নান
ভোরের শুকতারার ঈশারায়
স্বপ্নের পূর্ণিমা রাতে রথে চলি।
নক্ষত্রের মুকুট মাথায় পরে
আমার শ্বেত শুভ্র পরমাত্মা
পুঞ্জিভূত করে দেহাভ্যন্তরে।
মিল করে ফেলি
পুকুরের কচুরীপানায়
যেখানে সাদা বকের সারি।
কেন জগতের নোংরা কালিমা
সারা দেহে মেখে-
কলন্কের যত দাগ
কেন তোমার মাথায়
বইবার ভার ?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই