প্রিয় ব্লগার। শুভেচ্ছা জানবেন। শব্দনীড় সম্প্রতি ইমেজ অথবা মন্তব্য ঘরে লিঙ্ক স্প্যামিং এর শিকার হয়েছে। নমুনা হিসেবে উপরে একটি গ্রাফ চিত্র দেখানো হয়েছে তাতে লক্ষ্য করা দেখুন অন্যান্য মাসের তুলনায় জুলাই ২০১৫ মাসে মাত্রাতিরিক্ত লিঙ্ক স্প্যামিং হয়েছে। স্প্যামিংকে ভাইরাস বলা যেতে পারে। যা একটি ওয়েবসাইটের জন্য ভীষণ ক্ষতিকর।
সার্ভার উন্নয়নের কাজ চলছে।
ডাটাবেজ এরর সমস্যার জন্য আমরা ২২ জুলাই তারিখের ডাটায় চলে গেছি। পরবর্তী সময়ের ডাটা চলতি ডাটা’র সঙ্গে সংযুক্তি না হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরুন। ১০.০৮.২০১৫ ইং তারিখ রোজ সোমবার রাত ৯ টা পর্যন্ত প্রকাশিত সকল ডাটা ফিরিয়ে আনার চেষ্টা অব্যহত রয়েছে। কারণ ব্লগ উন্নয়নকর্মী বিষয়টি দেখছেন।
এই মূহুর্তে আমাদের করণীয় :
১. যাদের আইডি হারিয়েছে তাঁরা অনুগ্রহ করে নতুন কিন্তু একই নামে আইডি খুলুন। এবং সংগ্রহে থাকা শব্দনীড় এ প্রকাশিত আপনার পোস্টকে পুনরায় রি-পোস্ট করুন। যা নতুন বলে বিবেচিত হবে।
২. নিয়মিত ব্লগিং করুন। শব্দনীড় এখন থেকে প্রতিদিনের ডাটা অটো ব্যাকআপ নেবে। যাতে করে ভবিষ্যতে ডাটা হারানোর সম্ভবনা থাকবে বলে মনে হয় না।
৩. আপনার পোস্ট বা মন্তব্যে ভিন্ন কোন সাইটের লিঙ্ক ব্যবহার থেকে সাবধান থাকুন। যদি কেউ করেন আপনি সেই মন্তব্য মুছে দিন। শব্দনীড়ও সেই লিঙ্ক মুছে দেবে। কেননা একজনের জন্য শব্দনীড় ব্লগ কোন ডাটা লস্ট হুমকীর মুখে পড়তে চায় না।
৪. শব্দনীড় এখন কিছু কিছু অপশন যোগ অথবা বিয়োগ করবে। ব্লগ ব্যবহারে আপনার কোন সমস্যা হলে শব্দনীড় এডমিনকে জানান।
পাশাপাশি ফেসবুকে শব্দনীড় লাইক পেইজ শব্দনীড় হোমপেজ এ থাকবে। লাইক দিয়ে সম্পৃক্ত থাকুন। যাতে করে শব্দনীড় এর হঠাৎ বা অনাকাঙ্খিত কোন সমস্যা হলে সেখানে তার বার্তা এবং উত্তর পাবেন। শুভ ব্লগিং। ধন্যবাদ।
loading...
loading...
কোন মন্তব্য নেই