দূর- দিগন্ত কুয়াশায় যায় ঢেকে
কনে- দেখা- আলো ধূসর ঘোমটা টানে
কড়ি ও কোমলে, প্রদোষের অভিষেকে
শিশিরের সুর বাজে মৃদঙ্গ- তানে।
পৃথিবীর শেষ প্রান্তিক তটরেখা
অবগুণ্ঠিতা প্রসারিত মহাকাশে
ময়ূরপুচ্ছ জলের চিত্রলেখা
উধাও অতীতে অতুল সর্বনাশে।
ভৈরবীদের ব্যাপ্ত জটার চুলে
সিজ্জিন- কাল বিদিশার নিশা নামে
অন্তরীক্ষ সাজে না যুঁথিকা ফুলে
কৌমুদী হত অনিষ্ট সংগ্রামে।
স্মৃতি- বিহঙ্গী চৈতন্যের নভে
মুক্তপক্ষে উড্ডীন, বেগবতী
কণ্ঠ মূর্ত অমরাবতীর স্তবে
চোখে স্বপ্নের মূর্চ্ছনা শাশ্বতী।
বিগত কালের শিউলীর খোঁজে ছুটে
ধোঁয়াটে বাতাস জমে সিন্দুক ভরে
শুভংকরের ফাঁকি- আঁকা করপুটে
রিক্ত সময় শূন্যতা রাখে ধরে।
পশ্চাতে তাই বিরহ- বাঁধন ছিঁড়ে
সম্মুখে চলে মনপবনের তরী
আকাশ- কুসুম দুঃখ- গ্লানির ভীড়ে
চন্দ্রিমা- ডানা মেলে আনন্দ পরী।
আফ্রোদিতির অরূপ ঊর্ণাজালে
বন্দিনী পুনঃ বাসনার শঙ্খিনী
শিলা- জলসিত লালপাহাড়ের ঢালে
কিশোরী ঝর্ণা বাজায় কাঁকন- ধ্বনি।
তটিনীর বুকে প্রেমের অঙ্গীকারে
প্রতি জলকণা অবাধে সাগরগামী
আবেগের বেগে- স্পন্দিত অভিসারে
সতত ধাবিত সুধা- সঙ্গমকামী।
*প্রদোষের অভিষেকে: সন্ধ্যা অথবা সন্ধ্যারাত্রি। সন্ধ্যার শুভযাত্রা।
*সিজ্জিন- কাল: বারিধারা অর্থাৎ বর্ষাকাল অর্থে বোঝানোর চেষ্টা নেয়া হয়েছে।
loading...
loading...
কোন মন্তব্য নেই