বিরাট কৃষ্ণচূড়া গাছটি
বেড়ে উঠল অবলীলায় অবহেলায়-
প্রকৃতির ছত্রছায়ায়, আপন মনে
রাজপথের মাঝখানে।
অবৈধ তার জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা
সগর্বে ঘোষনা করলো রাজ কর্তৃপক্ষ।
কিন্তু অবুঝ কৃষ্ণচূড়া বৃক্ষটি
এখনও বোঝে না বৈধতা বা অবৈধতার প্রশ্ন।
উপড়ে ফেলা হবে তাকে
এই কিছুক্ষণের মধ্যেই।
ক্লোরোফিলের কার্যক্রমে পত্রগুলো
প্রকৃতির আলো বাতাসে আনন্দে দোল খেত
কৃষ্ণচূড়ার রক্তলাল ফুলগুলো
করতো সৌন্দর্য বিস্তার।
তারপরও সকলে বিধিসম্মত উপায়ে
টুকরো টুকরো করলো শাখা- প্রশাখাসহ
বিশুদ্ধ লাল ফুলগুলো সমেত।
কৃষ্ণচূড়া গাছটি বেঁচে থাকত,
হাসত, মৌসুমী বাতাসে ফুলগুলো
দোল খেত অতি পবিত্ররূপে
আরো শতবর্ষ,
যদি কর্তৃপক্ষ ঘুড়িয়ে নিত তার রাজপথটি।
কর্তৃপক্ষের এ অসহিষ্ণু সংজ্ঞা
সমাপ্তি টেনে দিলো
কৃষ্ণচূড়ার শতবর্ষের সত্বা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই