অকস্মাৎ যেন খুলে গেলো আগলের ঝাঁপ
থাকে শুধু মারণ উদ্ভাস আকাশ- পাতাল।
ব্যাকরণে অনুক্ত সূত্রের তীক্ষ্ণ ফলা ছিন্ন করে
জরাজীর্ণ মোহ আমার।
আর সুখ শীতের কুণ্ডলী ধোঁয়া ছেড়ে
ফাল্গুন- বিকেল, দেখো, হিলহিলে সরীসৃপ
প্রজ্ঞা নিয়ে অস্তিত্বের একান্ত চাতালে প্রথম
জন্মের শেষ চিহ্ন রেখে যায় …
শোন, কান পেতে বধির হয়ে শোন-
পরিশুদ্ধ ঘন্টা ঐ বেজে চলে নিরন্তর …
কালের বিবস্ত্র বক্ষ দীর্ণ করে সেই ধ্বনি
ক্রমাগত কাবু করে যাবতীয় স্বরের বৈভব।
অক্ষিরসে তুমি নেই …
স্বপ্নদ্রষ্টা ভ্রান্ত বিশ্লেষণে নিজেই যেন আজ
নিজস্ব গরলে দ্রবীভূত। তাই ল্যাবরেটরির
অম্ল- ক্ষার- রসায়নে সোমত্ত সনেটদ্বয়
বিভ্রমে আকণ্ঠ ডুবে থাকে। সমস্ত ঋণের দায়
একাকী আমার শুধু, তুমি নির্দ্বিধায় নগ্ন সুখে
যত খুশি পান করো পাঁচতারা হোটেলের বারে।
কারণ অক্ষিরসে তুমি আর নেই।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই