একটি দুপুর

paaaaaaaaaaayt

একটি দুপুর দীর্ঘ থাবার প্রতীক
উত্তরে আর দক্ষিণে গরমিল
একটি দুপুর সন্তাপে অস্থির
গ্রন্থি বিহীন অনুষ্টুপের মাত্রা।

সূর্যের কাছে নতজানু সাদা অভ্র
একাকী ঘুঘুর কন্ঠে মূর্ত বোধ
দিগন্ত জোড়া অবরোধ শাসনের
অভিযোগমালা তবুও দুর্নিরীক্ষ।

একটি দুপুর দুঃস্বপ্নের আততি
ঘুম- ভাঙ্গা রোদে ঝিম- ধরা সিম্ফনি
প্রতি মুহূর্ত কোমলে- কঠিনে গড়া
উষ্ণতা তার আত্যন্তিক সঙ্গী।

নিস্তরঙ্গ জনপদ খাঁখাঁ মিছিল
দোকানে দোকানে শূন্যতা খেলা করে
একটি ছবির ভেতরে আরেক ছবি
যতিচিহ্নর পরে জেগে থাকে শিল্প।

একটি দুপুর অর্থমুক্ত কবিতা
গুণীর সরোদে আঙুলের শেষ টোকা
বাস্তব জুড়ে কুয়াশার ক্যামোফ্লেজ
একটি দুপুর গাঢ় সূর্যরাগে অন্ধ।

erttttt

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।