শুভ জন্মদিন ... এবিএম শিবলী সাইক্লোন

birthday_casd

আমার দিনলিপি

ব্যস্ত আমার দিনলিপিতে সময় কোথায় পাই,
চলছি আমি সময় স্রোতে থামার সুযোগ নাই

বিশ্ব ঘড়ির কাঁটার সাথে বাঁধা আছে দম,
করতে হবে অনেক কিছু সময় অনেক কম।

কি পেয়েছি, পাইনি কি বা সেসব হিসাব রেখে,
জীবন খাতায় জমলো কি আজ সে টুকু লই দেখে।

কুড়িয়ে নিলাম অভিজ্ঞতা দিয়েও গেলাম কিছু,
চলছে সময়, চলছি আমি ফিরিনা ভাই পিছু।
birthday_124-2-1
shiblybirth

137616406534374অন্বেষণ: বে নি আ স হ ক লা

যদি আকাশের একটুকু নীল আনতে পারতাম,
দেখতাম সেই রং কি কষ্টের নীল কিনা …
আচ্ছা কষ্টের রং কি আসলেই নীল ?
কেন সবাই কষ্টের রং কে নীল বলে ?
কষ্ট হলে নাকি হৃদয়ে রক্তক্ষরণ হয়,
সেটা কি নীল রক্তক্ষরণ ??

ইচ্ছে করে ওই সাদা পায়রার কাছ থেকে
একটু সাদা রং চেয়ে নেই,
শুভ্রতার রং, শান্তির রং,
খুঁজে ফিরি কোথায় সেই শান্তি
যা ওই সাদা সুভ্রতে লুকিয়ে আছে।

0935329_n 25fbf2f4 মাটির কোলে পরম সুখে ঘুমিয়ে থাকা ধান-বীজেরা অঙ্কুরিত। জেগে উঠে এক নতুন স্বপ্ন নিয়ে, ভোরের আলোর সাথে কথা বলে চুপি চুপি। দেখে আর দেখায় এক সোনালি ভবিষ্যৎ; আমি চেয়ে থাকি সেই ভবিষ্যৎ পানে, এক সুন্দর আলোর রেখার জন্মলগ্নে। আমি দেখেছি এক সোনালি বিন্দুকে পরিণতি পেতে, সেই স্বপ্নের আলোর রেখায় যার সাথে তালে তাল মিলিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে আমার ভাবনার সবুজ ডালপালাগুলো। আমার চারিদিকে তাই সবুজ এক পৃথিবী আলোকিত হতে থাকে, আমি ছুঁতে চাই সেই সবুজকে হেসে ওঠা অঙ্কুরিত ধান বীজের সবুজ। প্রিয় ব্লগার সাইক্লোন। আজ তাঁর শুভ জন্মদিন। আসুন জানাই আমাদের প্রিয় ভালোবাসা এবং অভিনন্দন।

happybirthdayblueflash
312hpdsga
raa

birthday cake ity
special cake
happ866
zia6
zia8
zia9zia9zia9zia9zia9zia9zia9zia9zia9
101010101010101010101010101010

জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ হোক ব্লগিং।

ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।