আমার দিনলিপি
ব্যস্ত আমার দিনলিপিতে সময় কোথায় পাই,
চলছি আমি সময় স্রোতে থামার সুযোগ নাই
বিশ্ব ঘড়ির কাঁটার সাথে বাঁধা আছে দম,
করতে হবে অনেক কিছু সময় অনেক কম।
কি পেয়েছি, পাইনি কি বা সেসব হিসাব রেখে,
জীবন খাতায় জমলো কি আজ সে টুকু লই দেখে।
কুড়িয়ে নিলাম অভিজ্ঞতা দিয়েও গেলাম কিছু,
চলছে সময়, চলছি আমি ফিরিনা ভাই পিছু।
অন্বেষণ: বে নি আ স হ ক লা
যদি আকাশের একটুকু নীল আনতে পারতাম,
দেখতাম সেই রং কি কষ্টের নীল কিনা …
আচ্ছা কষ্টের রং কি আসলেই নীল ?
কেন সবাই কষ্টের রং কে নীল বলে ?
কষ্ট হলে নাকি হৃদয়ে রক্তক্ষরণ হয়,
সেটা কি নীল রক্তক্ষরণ ??
ইচ্ছে করে ওই সাদা পায়রার কাছ থেকে
একটু সাদা রং চেয়ে নেই,
শুভ্রতার রং, শান্তির রং,
খুঁজে ফিরি কোথায় সেই শান্তি
যা ওই সাদা সুভ্রতে লুকিয়ে আছে।
মাটির কোলে পরম সুখে ঘুমিয়ে থাকা ধান-বীজেরা অঙ্কুরিত। জেগে উঠে এক নতুন স্বপ্ন নিয়ে, ভোরের আলোর সাথে কথা বলে চুপি চুপি। দেখে আর দেখায় এক সোনালি ভবিষ্যৎ; আমি চেয়ে থাকি সেই ভবিষ্যৎ পানে, এক সুন্দর আলোর রেখার জন্মলগ্নে। আমি দেখেছি এক সোনালি বিন্দুকে পরিণতি পেতে, সেই স্বপ্নের আলোর রেখায় যার সাথে তালে তাল মিলিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে আমার ভাবনার সবুজ ডালপালাগুলো। আমার চারিদিকে তাই সবুজ এক পৃথিবী আলোকিত হতে থাকে, আমি ছুঁতে চাই সেই সবুজকে হেসে ওঠা অঙ্কুরিত ধান বীজের সবুজ। … প্রিয় ব্লগার সাইক্লোন। আজ তাঁর শুভ জন্মদিন। আসুন জানাই আমাদের প্রিয় ভালোবাসা এবং অভিনন্দন।
জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ হোক ব্লগিং।
ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।
loading...
loading...
কোন মন্তব্য নেই