“শব্দনীড় নবীন বরণ সংখ্যা ২০১৩” (পরিমার্জিত সংস্করণ)

প্রিয় শব্দনীড় এ প্রতিদিন নতুন নতুন ব্লগার ব্লগে নিবন্ধন করছেন এবং লিখা পোস্ট করছেন। দিনের পর দিন শব্দনীড় পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের স্বপ্নগুলো আরো বড় হচ্ছে। আমরা যেন ক্রমাগত সাহসী হয়ে উঠছি। দিনদিন প্রতিদিন। শিখছি। পড়ছি। একে অপরকে জানছি।

ব্লগে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করা হয়। লিখা পাঠানোর প্রতিযোগিতা, আড্ডা, পরামর্শ। ব্লগারদের লিখা নিয়ে প্রকাশিত হয় ই-বুক বা ই-ম্যাগাজিন। যেখানে নতুন পুরোনো সকলের সম উচ্ছাসে উদ্ভাসিত হয় প্রযুক্তির আরো একটি দিক। ব্লগের লিখা পরের পাতায় চলে যায়। খুঁজে বের করতে হয়। সেখানে একটি ই-ম্যাগাজিন বুক শেলফে রাখা অলঙ্কারের মতো। উপহার দেবার মতো।

কলেজ জীবনের নবীনবরণ অনুষ্ঠানের কথা কি মনে পড়ে? ভুলে যাবার কথা নয়।
শব্দনীড় এগিয়ে যাবে তার আপন গতিতে। কেননা যেখানে ব্লগাররাই ব্লগের প্রাণ।

… তো আসুন হয়ে যাক ব্লগীয় নবীনবরণ উৎসব

ই-ম্যাগাজিনঃ শব্দনীড় নবীনবরণ লিখা দিন। এমন একটি পোস্ট প্রকাশ করেছিলাম এই শিরোনাম এ। সময়টা ছিলো ৩১শে জানুয়ারী ২০১৩ইং। তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে। ফেব্রুয়ারী থেকে শুরু হলো দেশে অস্থির একটি সময়। কোন কিছুই যেন এগুতে চাইলো না। অপেক্ষা করতে হলো অনেকটা সময়। অনেকেই জানতে চেয়েছেন কতদূর কি হলো। সদুত্তর করতে পারি নি। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম নৈমিত্তিক সব কাজে। দায় ভারের একটা বেদনা বোধ নিয়ে বিষয়টি প্রায় ভুলেই যাচ্ছিলাম। ঠিক এই সময়ে শব্দনীড় সুহৃদ সকাল রয় এগিয়ে এলেন। বাড়িয়ে দিলেন হাত সহযোগিতার।

প্রাথমিক ভাবে সকাল রয় সম্পন্ন করলেন। কারিগরের প্রতিটি সৃষ্টি এক বৈঠকে কখনই পূর্ণতা পায় না। রয়ে যায় ত্রুটি। আরো পরিচ্ছন্ন করবার ইচ্ছে তাগিদ। সত্য স্রষ্টাকে বাঁধ ভাঙ্গা অপেক্ষা করতে হয় মানসম্মত কিছু উপহারের। অপেক্ষা করতে হয় দিনের পর দিন। এরই মাঝে এগিয়ে এলেন শব্দনীড় এর অহংকার সুমন আহমেদ। ব্যক্তিজীবনে অতিব্যস্ত এই মানুষটি অঙ্গ সৌষ্ঠবে ই-বুকটি’র ০১ থেকে ১২তম পাতা’র নতুন আঙ্গিক দেবার প্রয়োজনে। যথেষ্ট পরিশ্রম দিলেন ঈদ এবং তার পরের দিন। যেন সম্পূর্ণ হলো একটি মহা অধ্যায়। অতৃপ্তি থেকে তৃপ্তি।

এখন আমি বলতে পারি, যে চেতনা আর রুচি বোধের স্বপ্ন নিয়ে একটি নান্দনিক ই-বুক এর স্বপ্ন আমরা দেখেছিলাম; তার পূর্ণতা পেলো আজ। কাজের ক্ষেত্রে সমমনা মানুষের কতটা প্রয়োজন তা যিনি জানেন তিনি ই জানেন। সুমন আহমেদ বদলে ফেললেন ইন্টারফেস। অশেষ কৃতজ্ঞতা। এই একটি মানুষের ভিতর আমি দেখেছি এক আকাশ সম্ভাবনা। যিনি রূপ থেকে রূপান্তর করে ফেলেন নিমিষে। নান্দনিক সৃষ্টিতে যার জুড়ি মেলা ভার। তাঁর জন্য শব্দনীড় সম্মান।

পরিশেষে সফল হলো। তৈরী হলো এবং মুক্তি পেলো একটি ই-বুক। আমাদের স্বপ্ন এবং ভালোবাসার একটি সংখ্যা। শব্দনীড় নবীন বরণ সংখ্যা। আজ পবিত্র ঈদের দিন সংখ্যাটি প্রকাশ করতে পেরে আনন্দ অনুভব করছি। সংখ্যাটি তৈরীতে যারা সময় দিলেন তাঁদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

সংখ্যা সমন্বয়ক : আজাদ কাশ্মীর জামান।
মূল পরিকল্পনা : মোক্তাদির রশিদ আদর।
প্রচ্ছদ পরিকল্পনা ও অলংকরণ : সুমন আহমেদ।
ই-বুক সহযোগিতা এবং পৃষ্ঠা অলংকরণ : সকাল রয়।

যাদের লিখা এ্যালবাম বন্দী করা হলো :

প্রশ্নহীন স্মার্টদের বলছি : শঙ্খবীর
আমরা এবং তোমাদের পরিবর্তন : শঙ্খবীর

প্রবাসের দিনলিপি : তির্যক নীল
স্মৃতির অসুখ : তির্যক নীল

দায়ী কি অভাব নাকি স্বভাব : নিঃশব্দ যাত্রী
মাধবীলতার সাথে কথোপকথন : ফিদা
আমার কবিতা ভাবনা-২ : ফিদা
৪৮ : ফিদা

সীমা লঙ্ঘন : সেলিনা ইসলাম
শহর : তায়েবুল জিসান
প্রহরী : তায়েবুল জিসান

আমরা কি অপরাজনীতির কাছে হেরেই গেলাম : সাঈদ মোহাম্মদ ভাই
শ্বেত ময়ূরী প্রণরেনী : সাঈদ মোহাম্মদ ভাই
প্রবুদ্ধ সভ্যতা : সাঈদ মোহাম্মদ ভাই

কবি ও কবিতা : প্রলয় সাহা
মুখোমুখি : প্রলয় সাহা

উড়ো খবর : বনফুল
যমুনার পাশে : আলমগীর সরকার
দীঘির জলে পদ্মফুল : আলমগীর সরকার

মনে করিয়ে দেব : মোহাম্মদ আনু
আমরা কেবলি কবিতা খুঁজি : মেঘবালিকা
যুদ্ধজয়ী : মেঘবালিকা
সেই ফিঙ্গে পাখিটা : রাফি নিয়াজ

একদিন আমি : অজরখেচর
বাড়ি ফেরা : অজরখেচর
ভয় : অজরখেচর
ভালোবাসা কি জানে : নাহিদ ধ্রুব
ভালোবাসার দরদাম : আনু আনোয়ার
চুপচাপ : আনু আনোয়ার
মেঘের উপর বাড়ি-ফটোব্লগ : কামাল উদ্দিন

অন্ধকার সরণী ধরে শেষ হবে এ পথচলা : কায়েস সামী
অজানা প্রেমের বুক ফাটা কান্না : এম.এ. বাসেত
পুরোনা কান্নার জল আর একটি ডায়েরি : মুক্তিযোদ্ধা-১৩
মিথীলা ২ : আরাফ করিম
লিফটের সেই মেয়েটি : মিসবাহ মনজুর

অন্দরমহল : নৈসর্গিক নোমান
অচেনা বিছানায় চুরি সম্মান বা এই আমরা : মেংগো পিপোল
কয়েকজন নিশাচর মানুষের গল্প : বৈশাখী ঝড়
ঘটনাবিহনি একরাত্রি : কে এম রাকিব

নীরব যন্ত্রণা : সেলিনা ইসলাম
বৃষ্টিগ্রস্ত : সুপণ শাহরিয়ার
আমার প্রিয় জবার মতো মেয়ে : সীমান্ত প্রধান
দুর্বোধ্য সময়ে ওপারে : ছিন্নপত্র
ভুল : আযাহা সুলতান

মা এবং অনুভূতি : জেসমিন
অবনীর দুঃখ : রাজিব সরকার
দ্বিতীয় জীবন : অকৃতি শাপলা
সেমুলী : আমির হোসেন
ইচ্ছা পূরণের গল্প : সোহেল মাহামুদ
বনভোজন : ঘাসফুল

শুভেচ্ছা বাণী দিয়েছেন যারা : হরবোলা। রেজওয়ান তানিম। আমিন আহম্মদ। ফরিদুল আলম সুমন। ছন্দ হিন্দোল। দোয়েল। সকাল রয়। মুরুব্বী।

তালিকায় কারো নাম বাদ পড়লে পুনরায় সংশোধন করা যাবে। লিখক পাঠক এবং সম্মানিত সংগ্রাহক সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। শুভ ব্লগিং।

১১৬ পৃষ্ঠার ফাইল সাইজ : ৮.৫৯ মেগাবাইট। ডাউনলোড করুন লিঙ্ক থেকে।

শব্দনীড় নবীন বরণ সংখ্যা ২০১৩।

পোস্ট দাতার ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।