কেমন আছিস রেবতি …

revoti

কেমন আছিস রেবতি
এখনও কি ঘুড়ে বেড়াস ভীষণ রোদে
তামাটে করতে শরীরের রং।
ভরা জোৎস্নার রাতে
আনমনা হয়ে ভাবিস কি
সুহাসের কথা।

কী ভরাট ছিলো সময়গুলো
শরীর জুড়ে ছিলো নিটোল আনন্দ
কালো রাতের আকাশ ভরে
থাকতো চাঁদে।
এখনও কি তুই আগের মতো
হাসতে হাসতে লুটিয়ে পড়িস,
অভিমানে ডাগর চোখে আনিস
মুক্তো বিন্দু।

আর কতোকাল এভাবে দহন
করবি তুই। আর কতো
শোনাবি আরেকটু ধৈর্য্যশীল হও।

তুই ই তো বলেছিলি
পাথর সরালেই দেখবো প্রস্রবণ
পাথর ছুঁলে তো কেবল দেখি
সরীসৃপের মুখ !!

আমি তো জলরাশি চাই
পাথর সরিয়ে আমার তপ্ত
হৃদয়ে প্রবাহিত হোক সুস্বাদু ঝর্ণাধারা।

কেমন আছিস রেবতি
সুহাসের হাতটা মুঠোয় চেপে
বলতে কি ইচ্ছে করে না
ভালবাসি, ভীষণ ভালবাসি তোমাকে।

revoti1

ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।
অনুগ্রহ করে রেটিং চর্চা অব্যহত রাখুন। ধন্যবাদ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।