তুমি যদি কথা বল, অরণ্য উৎকীর্ণ হয়ে থাকে
তারার তিমির-জ্বলা ডাক দেয় শাখা-প্রশাখাকে।
তুমি যদি কথা বল, সমুদ্রসৈকতে বালিয়াড়ি
আগ্রহে চঞ্চল হয়, যদি সুর ভেসে আসে তার-ই।
তুমি যদি গান গাও, সে-গানে বিহঙ্গ পাখা নাড়ে,
তোমার কাকলি শুনে শীতার্ত বৃক্ষেরা পাতা ছাড়ে।
তুমি যদি চোখ মেল, দৃষ্টিপাতে আকাশ জঙ্গম
নয়ন ভোলানো তুমি, ক্রন্দসীর হৃদয়ে বিভ্রম।
তুমি যদি বৃষ্টি দাও, অঝোরে শষ্যেরা স্নান করে
জলদবাহন তুমি, তোমার স্নেহেতে দিন ফেরে।
তুমি যদি কথা বল, তোমার কথার আশাবরী
সাহানা, ভৈরোঁর সুরে, দোল খায় দিবস-শর্বরী।
বিষন্ন মলিন দিনে তোমার উজ্জল উপস্থিতি
সংকল্পে সুদৃঢ় করে প্রতিজ্ঞার অব্যর্থ প্রস্তুতি।
কৃষ্ণ ধর স্মরণে।
ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন মন্তব্য নেই