জিয়া রায়হান ... প্রত্যয়ী এক শব্দ যোদ্ধার জন্মদিন আজ

shoykot

হে বন্ধু, সবার চেয়ে চিনি তোমাকেই এ কথায় পূর্ণ সত্য নেই। চিনি আমি সংসারের শত সহস্রেরে কাজের বা অকাজের ঘেরে নির্দিষ্ট সীমায় যারা স্পষ্ট হয়ে জাগে, সৌন্দর্যের যে- পাহারা জেগে রয়েছে অন্তঃপুরে সে আমারে নিত্য রাখে দূরে। তোমার মাঝে শিল্পী তার রেখে গেছে তর্জনীর মানা, সব নয় জানা। আজ কোন কথা নয়। নয় কোন স্বপ্নচারীর অসত্যের মুখভাষা। কেবলই ভালোবাসা। আজ তোমার জন্মদিন। শুভ জন্মদিন।
birthday_124-2-1

zia1
যাও তুমি মিছিলে যাও।
আজ দাবী আদায়ের হরতাল।

সবুজ ঘেরা নির্জনে আজ না আসুক তোমার প্রিয়,
টি.এস.সি কিম্বা পাবলিক লাইব্রেরী কোথাও
তোমাকে খুঁজে পাবে না সে, কারণ
তুমি আজ মিছিলে যাবে
আজ যে দাবী আদায়ের হরতাল।

জানি খুঁজে খুঁজে ক্লান্ত হবে সে
ক্লান্ত হবে তার দু’টি পা
তবু বলবো না তোমার ঠিকানা।

যদি আজ তোমাকে পেতে চায়
যদি তোমার কাছে আসতেই চায় – তবে
তবে জেনে নিক তোমার অবস্থান
চলন্ত ট্রাক, সশস্ত্র পুলিশ কিম্বা গোপন অস্ত্রের কাছে
ওরাই শুধু বলতে পারবে – আজ
তুমি কোথায় কেমন থাকবো কিম্বা আদৌ থাকবো কিনা।

যাও তুমি মিছিলে যাও। আজ দাবী আদায়ের হরতাল।

তুমি আমাদের অহংকার। তুমি আমাদের প্রিয় বান্ধব zia0005 জিয়া রায়হান।

special cake

58197_482521061800173_503856566_n zzzzia
538505_476286862423593_1045806040_n 269366_482587041793575_899911904_n

জিয়া রায়হান প্রত্যয়ী এক শব্দ যোদ্ধার জন্মদিন আজ। হৃদয়ের অন্তস্থল থেকে জানাই আমাদের শ্রেষ্ঠ ভালোবাসা এবং সম্মান। পঞ্চাশ বসন্ত পেরিয়ে আজ যিনি একান্নয়। কথা বলেছেন অমিয় সব শব্দ ভাবনায়, ছবি এঁকেছেন হৃদয়ের তুলিতে, চোখ রেখেছেন আপনার চোখে। অসম্ভব সব সৃষ্টির অন্বেষণে আজন্ম অস্থির যে ঘুরে বেড়িয়েছে দেশ থেকে দেশান্তরে। মা মাটি মানুষ এর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন চিত্রিত ডিজিটাল ক্যানভাসে। A day in the world আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় এনে দিয়েছো বিশ্বসেরা বাঙ্গালী ছবি’র বিরল সম্মান।
শুভ জন্মদিন বন্ধু। দেখা হোক শতাব্দীতে …।

তুমি যে ভাষাতেই কবিতা লিখো আমি পড়বো। সে যদি কবিতা হয়।
তুমি যে ভাষায় গান গাও, সুর তোলো – সে গান সে সুর – শুনবোই।
যে সুরে ও গীতিকায় হৃদয় হৃদয়ের সাথে কথা কয়।

happybirthdayblueflash
312hpdsga
raa

birthday cake ity
special cake
happ866
zia6
zia8
zia9zia9zia9zia9zia9zia9zia9zia9zia9
101010101010101010101010101010

জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ হোক ব্লগিং।

ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।