ব্লগ কিংবা ব্লগিং কাকে বলে বুঝতাম না। জীবনে ব্লগের কি প্রয়োজন সেটাও জানা ছিলো না। আমার পেশার সাথে যা যায় না, তাকে কেন মিছে ভাবনায় আনি। এখনো আমার মনে পড়ে, পত্রিকার কল্যাণে একটি ব্লগের ঠিকানা আমি পাই। চুপিচুপি একদিন ব্লগ খানা খুলে ফেললাম। বিশ্বাস করুন, ঠাঁয় বসে থাকতাম সকাল থেকে রাত পর্যন্ত। পড়তাম। কেবলই পড়ে যেতাম। কোন কোন পোস্টে ব্লগারদের আলাপচারিতা দেখে মনে হতে … কী সুন্দর করেই না একে অপরকে গ্রহন করছে তারা। ইচ্ছে করতো – আহা আমি যদি কথা বলতে পারতাম। অর্থ্যাৎ লিখতে পারতাম !!
সমস্যা হয়ে দাঁড়ালো বিজয় কীবোর্ডের ব্যবহার তো জানি, ইউনিকোড কিভাবে ব্যবহার করবো ? সাহস করে একদিন ফেসবুকের ষ্ট্যাটাসের ঘরে বাংলিশে লিখে ফেললাম, অনলাইনে বাংলা কিভাবে লেখে। বুঝে না বুঝে ঠিকই বেশ ক’জন লাইক মেরে বসলো কিন্তু সমাধান দিলেন না। এগিয়ে এলেন একজন। অভ্র’র লিঙ্ক বসিয়ে লিখে দিলেন, বিজয় জানলে ইউনিবিজয় অথবা ইংরেজীতে লিখে বাংলা আউটপুট পেতে ফনেটিক সিলেক্ট করে নিন।
অনলাইনে বাংলা লিখতে পেরে সত্যই সেদিন আমার আনন্দ আর ধরে না। কেউ বুঝুক আর নাই ই বুঝুক সমানে বাংলা লিখে চললাম। অবশ্যি তা ষ্ট্যাটাস বই আর কিছু নয়। মনের সাহস যেন বেড়ে গেলো। এই বার কোথায় যাবে ব্লগ বাছাধন !! রেজিষ্ট্রেশন করে ফেললাম। যথারীতি শুরু করে দিলাম। যেন নেশায় পড়ে গেলাম। খুব যে ভালো জাতের লিখিয়ে আমি নই, এ আমার শত্রু স্বজন আশেপাশে উঁকি ঝুঁকি না মেরেই সরাসরি বলবেন।
এই হলো আমার ব্লগ জীবন শুরু’র প্রাক কথন। এবার আসল কথায় আসি। শব্দনীড় ব্লগের প্রথম পাতায় আমাদের সতর্ক চোখ লক্ষ্য করলে দেখবে, অনলাইনে যারা আছেন তো আছেনই কিন্তু ব্লগটির ইনভিজিবল অর্থ্যাৎ অতিথি’র সংখ্যা সময় ভেদে প্রায় ২০০ থেকে ৩০০ পর্যন্ত উন্নীত হয়। অনুমানে জানা কথা হচ্ছে, এই অতিথিদের মাঝে অনেকেই নিবন্ধিত ব্লগার রয়েছেন; যারা ঠিক সেই মূহুর্তে হয়তো ব্লগে লগিন করতে চাইছেন না ব্যস্ততার কারণে। কিন্তু পড়ছেন। অন্যদের অ্যাক্টিভিটি দেখছেন।
আমি বলবো বাকিদের কথা। কেননা বাকিদের সংখ্যাই বেশী। যারা আমার সেই ব্লগ জীবনের একাকী মানুষের মতো। দ্বিধাচিত্তে অপেক্ষা করছেন। হয়তো শিখছেন। যেমন আমি এক সময় শিখতাম। আর ভাবতাম কিভাবে যোগ দেয়া যায়। দুটো কথা বলবার অধিকার তো আমারও আছে। আমার এই লিখা … আমার মত যারা, তাঁদের জন্য। নিবন্ধন থেকে শুরু করে ব্লগিং নীতি’র দাগের এপারে থেকে নিজের প্রতিভা প্রকাশে কিভাবে নিজেকে এগিয়ে নেয়া যায়, সেই নবাগত বন্ধুদের উদ্দেশে। আসুন না নিবন্ধিত হয়ে ব্লগিং জীবনে নিজেকে প্রকাশ করি অন্য সবার মতো। সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাই। বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হই। মিলি বন্ধুত্বের নিবিড় ছায়াতলে।
প্রথমে আসবে ব্লগে রেজিষ্ট্রেশন। চিত্রে চিহ্নিত ইপ্সিত বাটনে ক্লিক করুন।
বৃত্তাকার চিহ্নিত অংশের নিবন্ধন বাটনে ক্লিক করুন।
এটাই হচ্ছে নিবন্ধন ফরম। লাল বৃত্তাকার ঘর লক্ষ্য করুন।
১. আপনি যে নামে লগিন করতে চান তা ইংরেজীতে ফটাফট টাইপ করুন।
২. সুবোধের মতো আপনার ইমেইল ঠিকানাটি সুন্দর করে লিখে দিন।
৩. অভ্র যদি না থাকে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে বাংলায় যে নামে লিখতে চান সেটা সোজাসাপ্টা লিখে দিন।
৪. মনের মাধুরী মিশিয়ে দুই দুইবার পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন বাটনটিতে নিশ্চিন্তে ক্লিক করে দিন। দেখবেন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এমন একটি বার্তা আপনার মনিটরে ভেসে উঠেছে।
আপনি যদি শব্দনীড়ে নতুন অতিথি হন তাহলে নিচের অনুচ্ছেদগুলোয় আপনার জিজ্ঞাস্যসমূহের জবাব পেতে পারেন। ব্লগে মুদ্রিত পুরাতন এপিসোড। পড়ে নিন।
নতুন অতিথিদের জন্য:
১. প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে।
২. আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে কিনা কি করে বুঝবেন? প্রথমত নিব্ন্ধনের সময় কোন সমস্যা হলে মেসেজ দেখতে পাবেন, সফল হলেও সফল হওয়ার মেসেজ দেখতে পাবেন। এছাড়াও নিবন্ধন শেষে ব্লগের মূল/প্রথম পাতায় গিয়ে ডানপাশের নিচের দিকে ‘নতুন এলেন’ তালিকায় আপনার লগইন আইডি দেখা যায় কিনা দেখুন। দেখা গেলেই নিবন্ধন ঠিকঠাক হয়েছে।
৩. নিবন্ধন হওয়া মানেই কি আপনি লেখা শুরু করতে পারবেন? দুঃখিত, এক্ষণি নয়। আপনার নিবন্ধন তথ্যগুলো পরীক্ষা করার পর দ্রুততম সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করা হবে। এর পরই শুধু আপনি লগইন ও লেখা শুরু করতে পারবেন।
৪. কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা হয়েছে? ব্লগের মূল/প্রথম পাতায় গিয়ে ডানপাশের নিচের দিকে ‘নতুন বন্ধু’ তালিকায় আপনার লগইন আইডির পাশে যদি ঘড়ির চিহ্ণ দেখা যায় আপনি এখনো অপেক্ষমান, আর যদি টিক চিহ্ন দেখা যায় তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা হয়েছে।
৫. নিবন্ধন করেছেন কিন্তু কোন ই-মেল পাননি? তার দরকারও নেই, নতুন নিবন্ধন পদ্ধতিতে আপনি নিজেই নিজের পাসওয়ার্ড দেবেন নিবন্ধনের সময়, তা দিয়েই লগিন করুন। তবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়েছে কিনা তা দেখে নিন।
৬. পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? পাসওয়ার্ড উদ্ধার করুন। পাসওয়ার্ড উদ্ধার করে কোন ই-মেল পাননি? [email protected] এ এক কলম লিখে জানান। সাথে আপনার ব্লগ লগইন আইডি বা ই-মেল জানাতে ভুলবেন না যেন।
৭. পাসওয়ার্ড পেয়েছেন, কিন্তু তা মনে রাখা কঠিন? সমস্যা নেই, শুধু একবার তা ব্যবহার করে লগইন করুন, তারপর আপনার পছন্দমতো বদলে নিন প্রোফাইল সম্পাদনায় গিয়ে।
৮. বাংলায় লেখার জন্য কিংবা অন্যান্য প্রয়োজনে সাহায্য দেখুন।
৯. বাংলায় লিখার জন্য পড়ুন। এই ব্লগে বাংলা লিখবেন যেভাবে।
১০. প্রোফাইলে পিক এর জন্য দেখুন। প্রোফাইলে আপনার ছবি আপলোড।
১১. এবার লেখা ও মন্তব্য শুরু করার আগে দয়া করে ব্লগবিধি-টি দেখে নিন।
হলো তো সব কাহিনীর সহজ সমাধান !! তো দেরী কিসের। চলে আসুন। কেননা আমরা রয়েছি আপনারই অপেক্ষায়। পাশে পেতে চাই বন্ধু হিসেবে। সহ-ব্লগার হিসেবে। শব্দনীড় এ আপনাকে স্বাগতম। সবাই ভালো থাকুন। শুভ ব্লগিং।
ফেসবুক লিঙ্ক : আজাদ কাশ্মীর জামান।
loading...
loading...
কোন মন্তব্য নেই