তুমি ভালো থেকো
ভালো থাকার সমস্ত উপকরণ থাকুক তোমার,
আমার সারি বদ্ধ কষ্ট গুলো স্পর্শ না করুক
তুমি নিজেকে সযত্নে আগলে রেখো;
তুমি তৃপ্ত হও
তৃপ্তির যাবতীয় আয়োজন সু সম্পন্ন হোক।
আমার ক্ষত বিক্ষত-
বুকের দগদগে ঘা তোমাকে মর্মাহত না করুক;
তুমি মুখ ফিরিয়ে রাখো!
অসূয়া চোখে দেখিনি তোমাকে
অশুচ হাতে ছুঁইনি
ফণিমনসার নীল বিষে নিজেকে তৃপ্ত করেছি
ঐ দেখো……
মৃত্যু তেড়ে আসছে এই দিকে!
এবার রুখবে কে?
বাধ্যগত প্রস্থান থেকে
তুমি ভালো থেকো,
ভালোর দেয়ালে নিজেকে আগলে রেখো।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
যত্নে থেকো,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি ভালো থেকো,
ভালোর দেয়ালে নিজেকে আগলে রেখো।
loading...