ক্ষেতের আলে হেঁটে আকাশে তাকাই
ঐ যে দেখ আকাশ পড়েছে নুয়ে
ঐ দূরের গাঁয়ে, চলো আকাশ ছুঁয়ে আসি।
মেঘগুলো ঐ যাচ্ছে উড়ে
থাকছে না আর এ আকাশে,
চলো মেঘদের করি তাড়া
ফিরিয়ে নিয়ে আসি আমাদের আকাশে।
যদি হাঁটতে না লাগে ভালো
চলো মেঘের ভেলায় রাখি পা
ভেসে যাই দুজনে আজ, দূর বহুদূরে,
যেখানে কেবল শুভ্র মেঘেদের মেলা বসেছে।
এই দুপুরে গা বেয়ে চলো উঠি
শুভ্র মেঘের পিঠে
নীল ছুঁয়ে ভেসে বেড়াই এ আকাশ হতে অন্য আকাশে
কিছু মুগ্ধতা রেখে দিয়ো বুক পকেটে।
সময় তো থামছে না, আমরাও যাই সময়ের পিছে
গিয়ে দেখি কোথায় গোধূলিয়া হাসে
কোথায় শুভ্র মেঘগুলো হয়ে গেলো রক্তিম
একটুখানি রঙ আভায় আমাদের মন করে নেই রঙ্গিন।
.
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
দূরের গাঁয়ে আকাশ পড়েছে নেমে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
গিয়ে দেখি কোথায় গোধূলিয়া হাসে
কোথায় শুভ্র মেঘগুলো হয়ে গেলো রক্তিম
একটুখানি রঙ আভায় আমাদের মন করে নেই রঙ্গিন।
loading...