এই যন্ত্র শহর ছেড়ে পালাই ইচ্ছে
ইচ্ছে করে কোনো এক সবুজ প্রান্তরে মন হারাই;
নিঃশ্বাসে নেই শুদ্ধ হাওয়া;
বন্ধ চোখে কিছু শান্তি করি জমা মনের গহীনে।
কালো ধোঁয়ার শহর, জ্যামের ভিতর সময়ের হাহাকার
এসব ছেড়ে যেতে ইচ্ছে দূর কোথাও সবুজ অরণ্যে
যেখানে পাখিদের কলরব আর প্রজাপতির উড়াউড়ি
সেখানে দু’দন্ড শান্তি করতে চাই আহরণ।
এখানে যায় না দেখা খোলা আকাশ
উঁচু প্রাসাদ ছুঁতে যায় আকাশের মেঘ
এখানে বৈদ্যুতিক তারের বেড়াজালে বন্দি সব মুগ্ধতা
আমি সবুজে রাখতে চাই চোখ এবেলা।
যেখানে নিরিবিলি, নিস্তব্ধ দিনের বুকে ঘুঘু ডাকে
সেখানে সবুজে সবুজে ছাওয়া বনভূমি
সেখানেই মন চায় উড়ে বেড়াই
কিছু মুগ্ধতা নিয়ে ফিরে আসি নীড়ে ইচ্ছে।
ইচ্ছে করে সবুজ সারি সারি গাছের ছায়াপথে হাঁটি
শুকনো পাতার মর্মর সুর তুলে পায়ে
চলে যাই দূর হতে বহুদূর, কিছু ফুরফুরে সময় পেতে ইচ্ছে মনে
ইচ্ছে তাই ছুটে যাই
সবুজ কোনো বন প্রান্তরে।
.
(ক্যানন ৬০০ডি, জিন্দাপার্ক, নারায়নগঞ্জ)
loading...
loading...
চলে যাই দূর হতে বহুদূর, কিছু ফুরফুরে সময় পেতে ইচ্ছে মনে
ইচ্ছে তাই ছুটে যাই
সবুজ কোনো বন প্রান্তরে।
loading...