একদিন বেষ্টসেলার হয়ে আগুনও দেখাবে তার সহস্র নিমরাজি শক্তি। পরিচয়হীন
পাখিরা পাশে দাঁড়িয়ে দেখবে, কোনো প্রাণীই জানতে চাইছে না তাদের কুশল।
যারা ভালোবাসার জন্য এতদিন পথে নামতে রাজী ছিল, তারাও গৃহসন্ধানে
ভুলে যাবে পুরনো প্রতিশ্রুতি। এই গ্রামের বিস্তীর্ণ সবুজে কোনো যুদ্ধচিহ্নই আর
খুঁজে পাওয়া যাবে না। অথচ কথা ছিল- মানুষ ভুলে যাবে না যুদ্ধ ও জন্মের
মিথষ্ক্রিয়া। আগুন ভুলে যাবে না, তার অবিক্রীত প্রাচীন ইতিহাস। আমরা যারা
একান্তই পাঠক বলে নিজেদেরকে বিবেচনায় রাখতাম, তারাও পঠন-পাঠন ভুলে
গিয়ে বদ্ধ জলাশয়কে সমুদ্র বলে সনদ দিতে থাকবো। ভূগোলের ছাত্র-ছাত্রীরা
জানতে চাইবে, মানুষের চোখই কী তবে কঠিন শিলাখণ্ড !
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
গ্রামের বিস্তীর্ণ সবুজে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমরা যারাএকান্তই পাঠক বলে নিজেদেরকে বিবেচনায় রাখতাম, তারাও পঠন-পাঠন ভুল গিয়ে বদ্ধ জলাশয়কে সমুদ্র বলে সনদ দিতে থাকবো। ভূগোলের ছাত্র-ছাত্রীর জানতে চাইবে, মানুষের চোখই কী তবে কঠিন শিলাখণ্ড !
loading...
❝যারা ভালোবাসার জন্য এতদিন পথে নামতে রাজী ছিল, তারাও গৃহসন্ধানে❞
তাইতো এতো ভালোবাসার হাহাকার!
কবির জন্য শুভকামনা থাকলো।
loading...