বুকের বামে নীল সমুদ্দুর
জমা ব্যথার পাহাড়,
সময় করছে নিত্য বুকের
আমার সুখ অভ্যাহার।
দোষ কী তবে আমারই সব
কান্নাগুলো আমার
কষ্ট এসে ঘটায় বুকে
কান্ড তাই ধুন্ধুমার।
আমি কেন সয়ে যাচ্ছি
একার কী আমার ভুল
ব্যথাগুলো আর হলো না
ভালোবাসার ফুল।
আমার বুকে কেন তবে
দীর্ঘশ্বাসের লহর
কোন্ কারণে বিষণ্ণতায়
কাটে আমার প্রহর।
আপন মানুষ কেউ নেই আমার
সইছি ব্যথা একা
কেন তবে ললাটজুড়ে
আঁকা শনির রেখা।
কোন্ সে ভুলে জীবন আমার
কষ্ট ব্যথায় ভরা
কেন লেগে থাকে বুকে
বারোমাসি খরা।
কান্না কেন আমার একার
আমি কেন দুঃখী
ধৈর্য চেয়ে প্রার্থনার রই
চেয়ে উর্ধ্বমুখী।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বুকের বামে ব্যথার পাহাড়,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন্ সে ভুলে জীবন আমার
কষ্ট ব্যথায় ভরা
কেন লেগে থাকে বুকে
বারোমাসি খরা।
loading...