ভেবে ভেবে লিখবো,
সাজাবো কবিতার খাতা শব্দে শব্দে,
কিছু মানসম্মত কবিতা বেরোবে কলম হতে
হয় না এমন হয় না আর, আমার কবিতার প্রহর
কেড়ে নেয় সময়।
মানহীন কবিতায় ভরে রেখেছি হৃদয় খাতা;
তুচ্ছ তাচ্ছিল্যতায় পড়ে থাকে কষ্টে বোনা সব শব্দ
কবে জানি পাবো ফিরে আমার কবিতা লিখার প্রহর
হয়তো পাবো না আর তবুও নিরাশায় বাঁধিনি বুক।
কবিতা নিয়ে বসলেই হু হু করে বয় বৈরী হাওয়া
মানুষ এসে দেয় গল্প জুড়ে,
কত কাহিনী, কত যন্ত্রণা শেষে এক তিল অবসর
সেই অবসরে লিখে ফেলি হাজার কবিতা।
কবিতা পড়ে না কেউ হয়তো,
কেউ দেয় না প্রশংসার ছোঁয়া;
তবুও কবিতা নিয়েই কাটিয়ে দেই আর দু’দন্ড অবসর
একদিন আসবেই আমার সেই মহেন্দ্র ক্ষণ।
ভাগ্য একদিন হবে সুপ্রসন্ন
আমি কবিতার প্রহর পাবো হাতের মুঠোয়
সেদিন কী আর ভাবনাতে পারব কবিতা সাজানোর শব্দ
হয়তো হারিয়ে যাবে সেদিন আমার কবিতারা।
যখন উচ্ছাস প্রাণে, হাজার শিরোনাম ঠোঁটে
অথচ লিখতে না পারার যন্ত্রণা ধরে রাখে আমায়
আমার মূল্যবান সময়গুলো হারিয়ে যায় ব্যস্ততার সাগরে
আমি মানহীন কবিতাই তবে লিখে যাবো অনন্তকাল।
loading...
loading...
তবুও কবিতা নিয়েই কাটিয়ে দেই আর দু’দন্ড অবসর
একদিন আসবেই আমার সেই মহেন্দ্র ক্ষণ।
loading...