আজ আবার একটা তরতাজা প্রেম এইমাত্র বাসি হলো,
এখন আমার সামনে দাঁড়িয়ে আছে নতুন প্রেমিকা,
আমিও স্মিতহাস্যে ওদের অদল-বদল করে নিয়েছি;
যেভাবে অদলবদল হয় নতুন-পুরাতন লাল-নীল
কোর্তা ঠিক ঠিক সেভাবে; তবে এবার সে ধরা খাইছে,
ধরা খাইছে পলাতকা বেদুইন বেদিল সময়ের হাত ধরে!
বলছিনা গেলো বছরটা জলে গেল, একটাও পাণ্ডুলিপি
প্রস্তুত হয়নি, কবিও কবিতার মতো আমিও বর্ণবাদের শিকার;
অবশ্য বড়ো প্রেমের কাছে বুক আর পিঠ
এদের কোনোটাই কম বা অতিমুল্য নয়; ফেসবুকে
কবিতার এত প্রসব দেখে কোন এক বেরসিক পাঠক
মাথাটাই কেটে দিলে, পরে কিছু হিসেব-নিকেশ করে দেখলাম,
এই তো বেশ বেঁচে আছি বজায় আছে ঠাট
না হয় ভুলে গেছি দু’একটি অবুঝ নামতার পাঠ…!!
আমরাও না হয় রোজই একটু একটু করে বদলে যাবো
যেমন করে খোলস বদলে ডোরাও কাল কেউটে হয়
আমরাও বদলে যাবো তেমন করে অথবা
অক্টোপাস হবো, পলাতকা বেরহম সময়ের হাত ধরে!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পলাতকা সময়ের হাত ধরে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিও কবিতার মতো আমিও বর্ণবাদের শিকার;
অবশ্য বড়ো প্রেমের কাছে বুক আর পিঠ
এদের কোনোটাই কম বা অতিমুল্য নয়;
loading...