দুঃখবোধ মন ছুঁয়ে এই যে, যেন মন আকাশ নীল,
শত চেষ্টায় পারিনি মনের রঙ করতে বর্ণিল,
কিছু মন্দ ভাবনা এসে বুকে নেয় ঠাঁই,
নিঃশ্বাস হয় ভারী, বেদনার রঙকেই কাছে পাই।
আকাশ দেখে হবে আর, মনের পথ সঙ্কীর্ণ,
হেঁটে যেতে যেতেই হলো স্বপ্নগুলো চূর্ণ,
জীবন গুটিয়ে ফেলি নির্দ্বিধায়,
কত কথা ঠোঁটে আছে ঝুলে, বোবা সেজে
কথাদের জানাই বিদায়।
একাই থেকে যাই এই প্রশস্ত আকাশের নিচে
মানুষকে সম্মান, শ্রদ্ধা এসবই মিছে
বিনিময়ে তুচ্ছ তাচ্ছিল্যতাই মিলে,
কিছু কাঁটা কথা গিঁথে থাকে দিলে।
আমার ঘুমগুলো কেড়ে নিয়ে কেউ দুর্ভাবনা দেয়
উচ্ছাসগুলোও কেড়ে নেয়,
মন আকাশে কালো মেঘ দেয় ঠেলে,
চোখের বৃষ্টি জমা, ঝাপসা আলো, উড়তে পারি না
আর ডানা মেলে।
বন্ধ চোখে কেবল দুঃস্বপ্ন এসে দেয় ধরা
নিমেষেই মন উঠোনে নেমে আসে গ্রীষ্মের খরা,
আহ্লাদি আবদারগুলো গুছিয়ে রেখেছি মনের তাকে,
বায়নাগুলো দেরাজে, এসব কে আর বুকে রাখে।
মন হয় নাআকাশের মত শুদ্ধ
সর্বদাই বিষাদের বিরুদ্ধে লড়ি যুদ্ধ
যুদ্ধে যাই না কখনো জিতে,
বিষাদের পাহাড় এসে বসে থাকে তাই মনের ভিতে!
.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
loading...
loading...
সর্বদাই বিষাদের বিরুদ্ধে লড়ি যুদ্ধ
যুদ্ধে যাই না কখনো জিতে,
বিষাদের পাহাড় এসে বসে থাকে তাই মনের ভিতে!
loading...