ক’দিন ধরে আমার সুখ যেনো উপচে উপচে পড়ে
আমিও কম না পরিত্যাক্ত একটি ডায়েরির পাতায়
লুকিয়ে রাখছি সেই উপচানো জলের খতিয়ান..,
তবুও সবাই বেসুরো জানতে চায়, কেমন আছো?
আমিও সংকোচহীন বলে দিই তাবত বয়ান—
বলি, বেশ ভালো আছি.. আছে দুই পাটাতনে পা
কেবল অন্তক্ষরা গ্রন্থিটার খবর কাউকে বলি না!
সেদিন বাংলিশ চ্যাটে কেউ একজন বললো,
আমাকে প্রেম দাও -আমি তোমায় শক্তি দেবো
বুকের গহিনে সেই প্রেম পারিজাত করে রাখবো!
আমি হাসতেও পারিনি, কাঁদতেও পারিনি..
শুধু নিজেকে নিজে একবার বললাম, যেই প্রেম
আমাকে একেবারে নিঃস্ব করেছে, আমাকে
চোরাবালি চিনিয়েছে, যেই প্রেম আমাকে ঘুমভাঙা
রাতদুপুরে মৃত কবিতা প্রসব করতে শিখিয়েছে
আবার কেন সেই প্রেম?
একবারও বলতে পারিনি চাইলেই যেই প্রেম
আষাঢ়ে জলের মতো পাওয়া যায়, এতো এতো
সস্তার প্রেম এখন আর আমার কাছে নেই-!!
ভালোবাসার জন্য যে আমি একদিন পৃথিবীর সব
বিশেষণ কিনে নিয়েছিলুম, আজ আর সেসবের
একটিও জীবন্ত নেই, এরা সবাই
একসমুদ্র অবহেলার নিদান জলে ডুবে মরেছে!!
loading...
loading...
চাইলেই যেই প্রেম
আষাঢ়ে জলের মতো পাওয়া যায়, এতো এতো
সস্তার প্রেম এখন আর আমার কাছে নেই-!!
loading...