দুঃখ তো আস‌বেই

পাহাড় সম কষ্ট এ‌সে ও‌ড়ে বস‌তে পা‌রে ম‌নের দাওয়ায়,
কিছু বিষাদ আস‌তে পা‌রে বৈরী হাওয়ায়
কষ্টগু‌লো সাম‌য়িক ভে‌বে উ‌ড়ি‌য়ে দি‌তে হয়
মন‌কে শান্ত না রাখ‌লে সময় হ‌য়ে যা‌বে লৌহময়।

কখ‌নো কা‌রো অব‌হেলা,
বস‌তে পা‌রে ম‌নের মা‌ঠে বিরহ মেলা,
হেলার ভেলা হ‌তে পা স‌রি‌য়ে নি‌তে হয় ত্বরা
নই‌লে মন জ‌মি‌নে দে‌বে দেখা বা‌রোমা‌সি খরা।

কথা দি‌য়ে কেউ হয়‌তো রাখ‌বে না কথা,
কেউ না জে‌নে দি‌য়ে দি‌তে পা‌রে ম‌নে অযা‌চিত ব‌্যথা,
নাই বা রাখ‌লো কথা, নি‌জে‌কে রাখ‌তে হয় স্বচ্ছ,
মন প‌রিচ্ছন্ন রাখ‌লেই ত‌বে সম্মু‌খে দেখা যা‌বে সুখা‌লোর গুচ্ছ।

কখ‌নো কা‌জের ভার এ‌সে নু‌য়ে পড়‌তে পা‌রে কা‌ঁধে,
অথবা কেউ ফে‌লে দি‌তে পা‌রে দুর্নামের ফা‌ঁদে,
‌নি‌জে‌কে রে‌খে ভা‌লো ধৈর্য ধ‌রে স‌য়ে নি‌তে হয় সব
নই‌লে বু‌কের গহী‌নে বাড়‌বে বিষা‌দের কলরব।

কখ‌নো অপ্রা‌প্তির খরা বু‌কে, প্রত‌্যাশার মু‌খে প‌ড়ে যে‌তে পা‌রে ছাই,
কেউ দি‌তে পা‌রে অবলীলায় ঘৃণা‌তেই ঠাঁই,
মন‌কে বু‌ঝা‌তে হয়, এ ‌তোমার জন‌্য নয়, যা হয় প্রভু তার মা‌ঝে রা‌খেন মঙ্গল;
তোমা‌র নিজ প্রচেষ্টায় পার হ‌তে হ‌বে ঘৃণার জঙ্গল।

কখ‌নো অসুস্থতায় হ‌তে পা‌রো কাতর
কখ‌নো অ‌ধি‌ক শো‌কে পাথর,
সাম‌য়িক দুঃখ দুর্দশা হ‌তে পা‌রে সু‌খের সাংঘ‌র্ষিক,
সময় হ‌তে পা‌রে তোমার জন‌্য ‌‌বের‌সিক,
জো‌রে নিঃশ্বাস টে‌নে সব কষ্ট বিরহ বিষণ্ণতা পিছ‌নে ঠে‌লে
‌তোমা‌কে উড়‌তে হ‌বে ধৈ‌র্যের আকা‌শে ডানা মে‌লে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
দুঃখ তো আস‌বেই, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-১১-২০২২ | ১০:০৮ |

    জো‌রে নিঃশ্বাস টে‌নে সব কষ্ট বিরহ বিষণ্ণতা পিছ‌নে ঠে‌লে
    ‌তোমা‌কে উড়‌তে হ‌বে ধৈ‌র্যের আকা‌শে ডানা মে‌লে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ১৭-১১-২০২২ | ১৫:৩১ |

    চমৎকার অনুভূতি কবি আপু

    ভাল থাকবেন———

    GD Star Rating
    loading...