কাল রাতে আজগুবি স্বপ্ন দেখেছি, স্বপ্নের লেজ মাথা খুঁজে পাইনি। আমি একটা পিৎজা সঁপে কাজ করি, কিছুদিন হল আমাকে শিফট ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। স্বপ্নে দেখলাম আমি পিৎজা বানাচ্ছি, লার্জ স্টাফক্রাস্ট হাফ এন্ড হাফ খুব সহজ, শুধু টপিং গুলো দেখে পিৎজার উপর রাখতে হবে। বানাতে গিয়ে দেখলাম যে টপিং চেয়েছে কিছু আমার সামনে নেই, অথচ এমন হওয়ার কথা না। ফ্রিজ থেকে এনে বানান হল; ওভেন থেকে নামিয়ে যখন কাটতে যাব দেখি আমি যে টপিং দিয়েছিলাম সেগুলো গায়েব। ওভেনে তখন অন্য কোন পিৎজা ছিল না। এদিকে কম্পিউটার স্ক্রিন লাল হয়ে গেছে, অর্থাৎ অর্ডার পাঠাতে দেরি হয়ে যাচ্ছে। কি আর করা ভুল পিৎজা তো পাঠাতে পারিনা, তাই ফেলে দিলাম। পুনরায় মেকিং টেবিলে গিয়ে পিৎজা বানাবো দেখলাম কিছুক্ষণ আগে যে টপিং গুলো এনে রেখেছিলাম সব গায়েব। পিৎজা বানাতে গিয়ে পুনরায় যখন অর্ডারে ট্যাপ করলাম দেখি যে পিৎজা ভুলের কারণে ফেলে দিয়েছিলাম সেই টপিং এখন দেখাচ্ছে। পুনরায় পিৎজা বানালাম, ডেলিভারি ড্রাইভার এড্রেস ট্যাপ করতে গিয়ে দেখল এটা আমার এড্রেস; অর্থাৎ আমার ঘর থেকে কেউ অর্ডার করেছে। ঘরে ফোন করে দেখলাম ছেলে, মেয়ে, স্ত্রী কেউ কিছু বলতে পারল না। এমনিতেই আমি থাকি ডেলিভারি এরিয়ার বাইরে, আমার ঘর থেকে অর্ডার আসার সম্ভাবনা নেই। কি আর করা ডেলিভারি ড্রাইভার আমার ঘরে উদ্দেশ্যে রওয়ানা হল। খাবার পৌঁছে দিয়েও আসল কিন্তু পুনরায় ফোন করে দেখলাম আমার ঘরে খাবার পৌঁছেনি।
কিছু সময় পরে ফোন আসল, পিৎজা ভুল দেওয়া হয়েছে। সামনের স্টাফ আমাকে ফোন সমঝিয়ে দিল ভুল সংশোধন করার জন্য। আমি হ্যালো বলতেই অপর পাশে যে আওয়াজ দিয়ে উঠল সে আমি।
ভয়ে আমার অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার অবস্থা, ঘুম ভেঙ্গে গেলে দেখলাম পুরো শরীর ঘামে ভিজে গেছে।
loading...
loading...
যাপিত জীবন।
loading...