কার জন্য ঘুম ভাঙ্গে
কার বিহনে জ্বর আসে অঙ্গে?
কোঁকড়ানো ভেজা চুলে স্নিগ্ধা লাগে বলে
কার জন্য স্নান করো সাত সকালে?
কার জন্য জন্য খুঁজো নীল টিপ
সাঁঝের বেলায় কার অপেক্ষায় জ্বালাও প্রদীপ।
কার সাথে ডুবো নিবিড় কথোপকথনে?
ভুলে যাও সকালের নাস্তা দুপুরের খাবার গ্রহণে।
কার বুকে আঁকো স্বপ্ন! বিনিদ্র রাতের শেষ প্রহরে
কার সুখের জন্য হাত তোল মহান প্রভুর দরবারে!
কার আদর্শে মুগ্ধ হও, লোভ মোহ নির্বিশেষ
কার কপালে রাখো বিশুদ্ধ চুম্বন? একান্ত ভালোবেসে!
কার হাতে তুলে দাও অলেখা কবিতার পংত্তিমালা
কার বিরহে ভোগ করো অদৃশ্য আগুনের দহন জ্বালা!
তুমি কার চোখে রাখো চোখ
কার চোখে খুঁজো বাকী জীবনের অমর্ত্য সম্ভোগ!
কোন সুখে ভুলেছ চিরায়ত ক্ষুধা
কোন আলোকে এতো অবিশ্বাস আমায়?জাগিয়েছো দ্বিধা!
কোন মর্মে ছেড়েছো আজন্ম লালিত ধর্ম
আমাকে অস্বীকার করে কাকে বানিয়েছো জীবনের বর্ম?
আমি সেখানেই আছি যেখানে তুমি রেখেছো দাড় করিয়ে।
loading...
loading...
কোন মর্মে ছেড়েছো আজন্ম লালিত ধর্ম
আমাকে অস্বীকার করে কাকে বানিয়েছো জীবনের বর্ম?
loading...