কবরের বর্ষপূর্তি আনন্দের হল না
এক বছর আমার তেমন কষ্ট হয়নি,
জীবিত কালের প্রাপ্য সাজা ভোগ
করতে হচ্ছে না দেখে ভেবেছিলাম
প্রতিটি ধর্মালয়ে হয় মিথ্যা বয়ান
প্রতিটি ধর্মগ্রন্থ গালগল্পে ভরপুর।
মরে গেলে শুধুই ঘুম। স্বর্গ নরক
মস্তিষ্কের অলীক কল্পনা, বাস্তবে নেই।
এই প্রথম সাপের ছোবল খেলাম;
এই প্রথম কবর ফুঁড়ে বেরিয়ে এলো
বিরাটকায় আজদাহা। এই প্রথম
আগুনে পুরোপুরি ভষ্ম হয়ে গেলাম।
আমার প্রাপ্য সাজা শুরু হয়ে গেছে
তবু কোন আফসোস হচ্ছে না।
অনুশোচনায় পুড়ছে না হৃদয়, কারণ
আমি কোন মহৎপ্রাণ ছিলাম না।
সাপের ছোবল, আগুনে ছাই হওয়ার
কাজ সম্পন্ন করেই কবরবাসী হয়েছি।
সাপের ছোবল খেতে খেতে মনে খেয়াল
জাগে, যদি ধর্মালয়ে মাথা ঠুকতাম
পবিত্র গ্রন্থ বিশ্বাস করে সরল পথে
যাতায়াত করতাম, তবে কী সাপের বদলে
অন্যকিছু পেতাম। না; আফসোস নয়
শুধু কৌতূহল। একটু রোদে জীবন কী
ভিন্ন হত! জীবনের ওই পিঠ দেখা হল
না, জানা হল না সূর্যের ঠিকানা।
loading...
loading...
অসামান্য একটি লিখা নিঃসন্দেহে।
loading...