তৃতীয় প্রহর

এমন রাত, যেখানে প্রতিটা স্বপ্নই অধরা থেকে যায়
মাকড়শার জালবন্দি পিলপিল জীবন কেবল কানাঘুষা
করে, দুঃস্বপ্নের ঘেরাটোপ থেকে কোনোভাবেই বেরুতে
পারি না, পুতুল নাচের মুদ্রাও ভুলে যাই; ভুলে যাই
কাগজে-কলমে চিত্রিত আটপৌরে রাতের তৃতীয় প্রহর!

তবুও আশায় বুক বাঁধে কিছু অবরুদ্ধ উল্লাস, কোনো
রকমে বেঁচে থাকা স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চায়,
কিছুতেই কিছু হয় না, কেবল কিছু বাঁক বদল হয়, আর
আমি নির্বাক ইতিহাস হই; তবুও সহাস্যে টিপ দেই
জোড়া নক্ষত্রের কপাল, যদি কোনোদিন ফেরে আমার
চাতাল, দু’হাতে গ্রীবা জড়িয়ে আদর করে!
আচ্ছা, তোমরাই বলো, হতে পারে না জীবনের কোনো
আক্ষরিক অনুবাদ? তাহলে এইসব মৃত স্বপ্নের প্রসব
থেকে বেশ বড়ো বাঁচা বেঁচে যেতাম!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
তৃতীয় প্রহর, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০৭-২০২২ | ১০:৩৭ |

    তোমরাই বলো, হতে পারে না জীবনের কোনো
    আক্ষরিক অনুবাদ? তাহলে এইসব মৃত স্বপ্নের প্রসব
    থেকে বেশ বড়ো বাঁচা বেঁচে যেতাম!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...