একটা সুযোগ তুমি চাও শেষবারের মত
পেতে দাও হাত ক্ষুধিত ভিক্ষুক হয়ে
আমি আরেকবার পৃথিবীর সেরা দাতা হই,
তোমায় পরিত্রাণ দিই নরক যন্ত্রনা থেকে।
কত পথ ঘুরে পাইনি তোমার দেখা
ক্লান্ত পায়ের পাতায় আর ঘুম নামেনি তেমন
অভিমান কখনো ক্রোধ হয়ে যায় সবে জানলাম
অবাধ্য মন অপেক্ষার জানালায় তবু রয় দাঁড়িয়ে।
ক্ষমা করতে হলে ভুলবার মত মনোবল চাই
গোধুলির ঐ বারান্দা কখন ভুলেছি কে জানে
এখন শুধু নির্ভেজাল অপেক্ষারা কথা বলে একটানা
কি করে আরো নমনীয় হতে হয়, দীক্ষা নিই।
তুমি এসো, আমি পৃথিবীর সেরা দাতা হই,
তুমি এসো, তোমায় পরিত্রাণ দিই নরক যন্ত্রনা থেকে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
শেষ সুযোগ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি এসো, আমি পৃথিবীর সেরা দাতা হই,
তুমি এসো, তোমায় পরিত্রাণ দিই নরক যন্ত্রনা থেকে। ___ চমৎকার কবিতা।
loading...
সুন্দর উপলব্ধির উচ্চারণ।
অতিশয় হৃদয়ছোঁয়া।
শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
loading...