সব বাবা উঠে দাঁড়াও,আপামর বাবা
বুকের বাঁদিকে হাত রেখে বলো, শেষ কবে
সন্তান বুকে জড়িয়ে ধরেছ
ছেলেকে মেসেজ করতে যে-চোখ হঠাৎ
ঝাপসা হয়ে যায়, মুখ তুলে সেই অপরাধী-দৃষ্টি একবার দেখাও আমাকে
দিন যায়, তোমার পিঠ থেকে খুলে
বসন্তের ডানা উড়ে যাচ্ছে ছেলের শরীরে
হারানো জিনিসের লিস্ট থেকেও
হারিয়েছে ‘নির্ভরতা’
আমি জানি, যেখানে সন্তান থাকে,
শুকনো পাতা প্রজাপতি হয়ে ওঠে
যেখানে সন্তান থাকে, পায়রা ময়ূর মনে হয়
ভেবো না ছুটে এলেই কাছে যাওয়া যাবে
সময়ের, সে তোমাকে দুঃখপ্রতিভার কোলে
ছুঁড়ে ফেলে দিয়েছে, বাবুজি!
যেন এয়ারপোর্টমুখো একটা মারুতি সিডান
ভেতরে দুর্বোধ্য গান বাজছে।
দরজা খুলে নেমে এসো, সি-অফের হাত নামার আগেই আষ্টেপৃষ্ঠে বুকে
জড়াও সন্তান
ছেলেও জানুক, শার্টের নীচে তুমি কতটা
রোগা হয়ে গেছ…
(“সন্তানপ্রণাম” কাব্যগ্রন্থ থেকে)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
সন্তানপ্রণাম,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বসন্তের ডানা উড়ে যাচ্ছে ছেলের শরীরে
হারানো জিনিসের লিস্ট থেকেও
হারিয়েছে ‘নির্ভরতা’
আমি জানি, যেখানে সন্তান থাকে,
শুকনো পাতা প্রজাপতি হয়ে ওঠে।
___ অসামান্য অভিব্যক্তির প্রকাশ মনে করি।
loading...