আমরা এখন গুমোট পৃথিবী থেকে বিবর্তন হয়ে ভাইরাল

2899 আমরা এখন গুমোট পৃথিবী থেকে বিবর্তন হয়ে ভাইরাল পৃথিবীতে পদার্পণ করেছি। যেখানে আমরা প্রতিনিয়ত স্টার না হওয়ার হতাশায় জর্জরিত। আমরা এখন পৃথিবীর যে কর্নারে বসবাস করছি এখানে মানব সভ্যতার বিকাশ খুব কমই হয়েছে এখানে সত্য অপ্রিয় বলে মনে করা হয় মিথ্যাকে তেলের কারখানা রিজার্ভ করে তেল মাখানো হয়। এখানে সত্য বলা নিষেধ সত্য বললে চাকরি থাকবে না। তাই লোকে বলে …

ওরে সত্য পালা…
যখন তোর সময় আসবে
মিটাবি তোর জ্বালা
ওরে সত্য তুই
অন্ধকারের চোরাগলিতে
যা হারিয়ে যা
কখন বিপদ ঘনিয়ে আসবে
রাখবে গলায় পা
সময় থাকতে চা হারিয়ে যা।

এই সময়টা অসময় তোর
যখন হবে ভোর
যখন উদয় সূর্য হবে তোর
ধারদেনা সব মিটিয়ে নিবি তবে
তোর আলোর ওই চমক দেখলে
হাসি থাকে না যার
বেজার মুখে কন্ঠ রোধে
উতলা হবে তার।

জীবনটা আজ বাঁচার জন্য
সামলে নিয়ে চল
সামনেই তোর আলোর দিগন্ত
প্রকাশ হবে ভোর
যা হারিয়ে যা,
ছাড়িয়ে যা সব পেছন স্মৃতি
রাখবি বেঁধে আড়াল কৃতি
খুব সামনেই আসবে সময় তোর।

ভোর হবে ওই জ্বলবে আলো
পাপের নিশান ভাংবে ভালো
চাপা পড়ে গেলেও সত্য
উঠবে জেগে তোর।
ধৈর্য ধরে আড়াল হয়ে চল
আসবে আলো ওই সন্নিকটে
বিনের আওয়াজ নিয়ে
সাপ ধরা ওই মন্ত্র পড়ে
সত্য এসে মারবে ছোবল ঘাড়ে
গলে যাবে মিথ্যার কপাট খানি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
আমরা এখন গুমোট পৃথিবী থেকে বিবর্তন হয়ে ভাইরাল, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-০৭-২০২২ | ৮:২৭ |

    আমরা এখন পৃথিবীর যে কর্নারে বসবাস করছি  এখানে মানব সভ্যতার বিকাশ খুব কমই হয়েছে এখানে সত্য অপ্রিয় বলে মনে করা হয় মিথ্যাকে তেলের কারখানা রিজার্ভ করে তেল মাখানো হয়। এখানে সত্য বলা নিষেধ সত্য বললে চাকরি থাকবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...