কবির মন

289

কবির মন, শুধু ভাবে কী যে লিখি এখন
কারণে আর অকারণ, রাতদিন যখন-তখন,
বিচলিত কবির মন, কী লিখবে যে কখন
ঘুমহীন চোখে, কবি ভাবে বসে সর্বক্ষণ!

কবির মন, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবে
কীভাবে হয়েছিল শুরু, শেষ হবে কীভাবে?
কী কথা ছিলো, আর কী করছি ভবে
যখন যাবো চলে, তখন কী হবে?

কবির মন, ভাবে সুন্দর কেন প্রকৃতি
বিশাল এই পৃথিবী, গোলাকার তার আকৃতি,
সাগর-নদী, বন-জঙ্গল, ফল-মূল প্রবৃত্তি
পাহাড়-পর্বত, আকাশ-বাতাস, বসুমতী!

কবির মন, ভাবনা পাখিরা কেন গায়
কষ্ট ওদের, বাসাটা যখন ঝড়ে উড়ে যায়,
শত কষ্ট ভুলে গিয়ে আবার বাসা বানায়
সারাদিন উড়ে বেড়ায়, নীড়ে ফিরে সন্ধ্যায়!

কবির মন, ভাবনা দেশ জাতি ও ধর্ম
সকলেই তো ধর্মানুরাগী, তবু কেন অপকর্ম?
বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম
দোষের কী? ধর্মানুসারীরা জানে ধর্মের মর্ম!

কবির মন, জীবের জীবন নিয়ে ভাবে
পৃথিবীতে কি করে চলছে, কে কীভাবে?
কেউ খাচ্ছে, কেউ মরছে, চলছে এভাবে
তবুও থামেনি সময়, সময় এভাবেই যাবে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
কবির মন, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৬-২০২২ | ১৮:৫৩ |

    পৃথিবীতে কি করে চলছে, কে কীভাবে?
    কেউ খাচ্ছে, কেউ মরছে, চলছে এভাবে
    তবুও থামেনি সময়, সময় এভাবেই যাবে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ২৯-০৬-২০২২ | ১২:৫৮ |

      মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি ভালো থাকবেন সবসময়। 

      GD Star Rating
      loading...