চল ... বৃষ্টি মোহন জোছনায় নামি

2882

বৃষ্টি মোহন জোছনায় নামি চল …
চোখের অতলে টলকে উঠা নেশার মাদকতায় চলো ভিজি,
যৌবনের উচ্ছল সম্মোহনে চল দু’জনে মিলে বৃষ্টি চুমি !

দেখো শিউলি ঝরা উঠোনে বুদ বুদ নৃত্য
রতি মত্ত পতঙ্গের মত
মুঠো মুঠো জোছনা আর বৃষ্টির অদ্ভুত আলিঙ্গন!

চল, ভিজিয়ে নিই আগুনের হল্লামাখা বহুদিনের পুরনো দহন
ভিজিয়ে নিই বুকের শ্মশান, উতলা চপলে কদর্মাক্ত জলে
বিলিয়ে দিই আমাদের রুক্ষ অতীত! সতত জোছনায়, বৃষ্টির নিনাদে
চল উন্মুক্ত হই দুর্মদ অবাধে।

বহুকাল ধরে নিঃশ্বাসের যেই অস্বস্তি আমাকে কুরে কুরে খাচ্ছে
সেই নিঃশ্বাসে আজ তোর চুলের বন্য সুবাস নিতে দে,
নির্বাণ দহনে বুকের যেই গ্রন্থি এত কাল ছিলো রুদ্ধশ্বাস!
জোছনা চাদরে আজ তাকে পেতে দে ভরা বৃষ্টির আস্বাদন;
তুই ও ধুয়ে নেয় সাত জনমের কষ্টের কাহন, নির্লজ্জ খিদে;
প্রাণের তাগিদে- প্রাণ ভরে পুঁতে দে বিরহী অস্তিত্বের সন্তরণ !

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
চল ... বৃষ্টি মোহন জোছনায় নামি, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৬-২০২২ | ১১:২৩ |

    জোছনা চাদরে আজ তাকে পেতে দে ভরা বৃষ্টির আস্বাদন;
    তুই ও ধুয়ে নেয় সাত জনমের কষ্টের কাহন, নির্লজ্জ খিদে;
    প্রাণের তাগিদে- প্রাণ ভরে পুঁতে দে বিরহী অস্তিত্বের সন্তরণ ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...