তোমাকেই ভালবেসেছিলাম অবিরাম – বিগত বসন্তে
তোমাকেই আঁকড়ে রেখেছিলাম অবিরাম- অনন্ত শীতে।
অবিরাম নাম ধরে ডেকেছিলাম – কোকিলের কণ্ঠে
উদাম গ্রীষ্মে ভরে খুঁজেছিলাম রুধীরাক্ষের মদিরা স্রোতে।
সূর্য প্রণাম থেকে সন্ধ্যাবাতি, অবিরাম ধ্যানে ছিলাম অশ্রুমতি
তোমার সন্ধানে ডুবেছি অবিরাম- হৃদয়ের গহীনে অজস্র পঙক্তি।
অতৃপ্ত নয়নে পুড়েছে অবিরাম – তাম্র তপোবনের শাখা, বিদগ্ধ রাতে
নগ্নতার উত্থান -পতন, ভিক্ষে চেয়েছি জীবন; আপন রক্ত মাখা হাতে।
অবিরাম উপেক্ষিত হয়ে আসছি সেই জন্ম জন্মান্তরের পরতে পরতে
কবেকার প্রাণের স্পন্দন থমকে আছে আজো ; অচেনা শঙ্খ- শালিকের ঠোঁটে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
অবিশ্রান্তির সন্ধানে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অবিরাম উপেক্ষিত হয়ে আসছি সেই জন্ম জন্মান্তরের পরতে পরতে
কবেকার প্রাণের স্পন্দন থমকে আছে আজো ; অচেনা শঙ্খ- শালিকের ঠোঁটে।
loading...