রাক্ষস আর শয়তান

27744

ছোডবেলা সইন্ধ্যার পর বুড়া-বুড়িগো সামনে বইয়া হেগো মুহে শোলক(কিচ্ছা) হুনতাম। শোলক হুনতে খুব ভালা লাগত। হুনলে খালি হুনতেই মন চাইত। হুনতাম রাইক্ষস’র শোলক। হুনতাম শয়তানের শোলক। হুনতাম রাজা-প্রজা আর ধনী-গরিবগো শোলক। হেসুম খালি হুনতামই। কিন্তু তরজমা বা বিশ্লেষণ করনের মতন বয়স তহন অয় নাই দেইখ্যা হেগো মুহে শোলক হুইনাই খালি খালি চিন্তা করতাম, আর রাইক্ষসের ডর মনের মধ্যে পুইষা রাখতাম।

হেই ডরে সইন্ধ্যার পর আর ঘরেই তুনে বাইর অইতাম না। বেশি রাইতে যদি মুতায় ধরতো, তহন শয়তান আর রাইক্ষসের ডরে মা’রে ডাইক্যা উঠাইতাম। মা’র লগে বাইরে যাইয়া মুইতা দুই চোক বন্ধ কইরা দৌড় দিয়া ঘরে আইতাম। হের পরও বাইর অইলেই মনে অইতো এই বুঝি রাইক্ষসে আমারে খাইলো, আর শয়তানে ধরলো!

অহনে বড় অইছি। বুজের অইছি। হগল কিছু বুঝি, জানি। হিল্লাইগা অহনে আর হেসব শোলক কিচ্ছা হুনি না। কারোর মুহে হুনলেও আঁইস উডে। হুইন্না একলা একলাই আঁসতে থাহি, আর ভাবতে থাহি। অহনে বুঝি ঐ রাইক্ষস-টাইক্ষস হাছা বইলতে কিচ্ছু নাই। মাইনষের তুনে বড় রাইক্ষস এই দুইন্নাত নাই। আর ঐ যে শয়তান? মাইনষের তুনে বড় কুনো শয়তানও নাই।

কাজেই কথার কথা অইলো, মানুষই রাইক্ষস, মানুষই শয়তান।

দেশী ভাষায়,
নিতাই বাবু
৩০/০৩/২০২২ইং।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
রাক্ষস আর শয়তান, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ০৩-০৪-২০২২ | ৯:৪৬ |

    ছোটবেলা এই সব গল্প শুনলেই ভয়ই লাগত কবি দা 

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ০৩-০৪-২০২২ | ২০:৩৮ |

      সত্যিই বলেছেন, দাদা। তো এখন আর সেরকম ভয়-টয় মনে জাগে না। কিন্তু সেসব কথা, গল্প, কিচ্ছা কাহিনি খুব মনে পড়ে। ভুলতে পারিনা সহজে

      শুভকামনা থাকলো। 

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০৩-০৪-২০২২ | ১০:১৩ |

    মানুষই রাইক্ষস, মানুষই শয়তান।

    এমন প্রাঞ্জল সাবলীল বর্ণনা সাধারণত আপনার লিখাতেই পাই। শুভেচ্ছা দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ০৩-০৪-২০২২ | ২০:৩৯ |

      আসলেও কিন্তু তা-ই, দাদা। মানুষের চেয়ে বড় কিছু কিন্তু আর কোনোকিছু নেই। 

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 

      GD Star Rating
      loading...