প্রিয়তমা, তোমার ওই কিশোরী মুখের হাসিতে
আমি বারবার ভেসে যাই
যতবার জোছনায় আমার ঘর, মাঠ, আকাশ
প্লাবিত হয় ততবার তোমার
সান্নিধ্য কামনায় আমি ব্যাকুল হয়ে উঠি।
তোমার ছেলেমানুষি ছটফটানি সব কিছুতেই
আমি বাঁচার রসদ খুঁজে পাই।
দেখো না তোমায় দেখলেই আমার পিয়ানো
কত সুন্দর বেজে ওঠে যেন
আমার কৃতিত্ব নয় তোমারি উপস্থিতি আমার
সুরকে মহিমান্বিত করে তোলে।
যখন আমরা চাঁদের আলোয় নির্জন পথে পথে
খুশিতে নেচে বেড়াই তখন
রাতের পৃথিবী অবাক চোখে চেয়ে থাকে যেন
বলে এরাই শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা।
কিন্তু তোমার অসফলতায় আমি ব্যথা পাই,
তুমিও দেখছি আমার সফলতা
ঠিক মানতে পারছ না — আসলে এমনি হয়
সাফল্য মানুষকে বদলে দেয়।
তুমি যাও সে পথে যাও, যেখানে তোমার জীবন
সফল হয় আমি আমার পথে যাই
তুমি কোনো সফল জীবনসঙ্গী খুঁজে নাও আমি চাই
আমি এমনি একলা থাকতে চাই
শুধু যদি কোনোদিন দেখা হয়ে যায় আমাদের জেনো
তোমার সুখে আমি সুখী চিরকাল।
loading...
loading...
যদি কোনোদিন দেখা হয়ে যায় আমাদের জেনো
তোমার সুখে আমি সুখী চিরকাল।
loading...