জীবনসঙ্গী

Life-21

প্রিয়তমা, তোমার ওই কিশোরী মুখের হাসিতে
আমি বারবার ভেসে যাই
যতবার জোছনায় আমার ঘর, মাঠ, আকাশ
প্লাবিত হয় ততবার তোমার
সান্নিধ্য কামনায় আমি ব্যাকুল হয়ে উঠি।

তোমার ছেলেমানুষি ছটফটানি সব কিছুতেই
আমি বাঁচার রসদ খুঁজে পাই।
দেখো না তোমায় দেখলেই আমার পিয়ানো
কত সুন্দর বেজে ওঠে যেন
আমার কৃতিত্ব নয় তোমারি উপস্থিতি আমার
সুরকে মহিমান্বিত করে তোলে।

যখন আমরা চাঁদের আলোয় নির্জন পথে পথে
খুশিতে নেচে বেড়াই তখন
রাতের পৃথিবী অবাক চোখে চেয়ে থাকে যেন
বলে এরাই শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা।
কিন্তু তোমার অসফলতায় আমি ব্যথা পাই,
তুমিও দেখছি আমার সফলতা
ঠিক মানতে পারছ না — আসলে এমনি হয়
সাফল্য মানুষকে বদলে দেয়।

তুমি যাও সে পথে যাও, যেখানে তোমার জীবন
সফল হয় আমি আমার পথে যাই
তুমি কোনো সফল জীবনসঙ্গী খুঁজে নাও আমি চাই
আমি এমনি একলা থাকতে চাই
শুধু যদি কোনোদিন দেখা হয়ে যায় আমাদের জেনো
তোমার সুখে আমি সুখী চিরকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
জীবনসঙ্গী, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-০৬-২০২২ | ১৮:৫১ |

    যদি কোনোদিন দেখা হয়ে যায় আমাদের জেনো
    তোমার সুখে আমি সুখী চিরকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...