জগতে আর কি আছে দুইয়ের অধিক!
তুমি আমি, আমি তুমি
সত্তা ও পরমাত্মা
অণুক্রমিক ঝড়ের শরীরে বাহারি বিজলীর খেলা
দুটি চোখ সৃষ্টিভ্রমণ শেষে দুটি কর্ণ’কে
সাক্ষী রেখে যায়, যেভাবে দুটি নদী পাশাপাশি
ব’য়ে যেতে যেতে তাকায় দুটি উঁচু পর্বতের দিকে
কিংবা বলতে পারো,
দুটি হাত যেমন আঁকড়ে ধরে আশ্রয়ের
সর্বশেষ মৃত্তিকা।
শূন্যের ভেতরে দুই, দুইয়ের গভীরে শূন্য
মিশিয়ে দিলেই দেখি…
চাঁদ-সূর্য দুটি আলোকপিণ্ড’কে ভেদ করে
উড়ে যাচ্ছে অনন্তকাল
দুটি পিতল বরণ আদিম পাখি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
শূন্য দুই শূন্য দুই, দুই শূন্য দুই শূন্য,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার
loading...
চাঁদ-সূর্য দুটি আলোকপিণ্ড’কে ভেদ করে
উড়ে যাচ্ছে অনন্তকাল
দুটি পিতল বরণ আদিম পাখি।
loading...